অলিম্পিকে নেই পাক হকি

হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের প্লে-অফ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ভাবে ০-১ হেরে গেল পাকিস্তান। যার ফলে হকির এক কালের শক্তিশালী দেশ অলিম্পিকের ছাড়পত্র পেল না। গত বছর ইনচিওন এশিয়ান গেমস ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় রিওর যোগ্যতা অর্জনের এটাই শেষ রাস্তা ছিল পাক টিমের সামনে।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩৮
Share:

হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের প্লে-অফ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ভাবে ০-১ হেরে গেল পাকিস্তান। যার ফলে হকির এক কালের শক্তিশালী দেশ অলিম্পিকের ছাড়পত্র পেল না। গত বছর ইনচিওন এশিয়ান গেমস ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় রিওর যোগ্যতা অর্জনের এটাই শেষ রাস্তা ছিল পাক টিমের সামনে। তাদের হারকে দেশের লজ্জাজনক মুহূর্তের অন্যতম বলছে পাকিস্তান। এ দিকে এ দিন বেলজিয়ামের কাছে ০-৪ হারল ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement