Sports News

কাপ দেখতে চাই ভারতের হাতে, বার্তা রোহিতের

শনিবার ভারতীয় সময় ভোরবেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে নামবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত একদল উদীয়মান ক্রিকেটার। তাঁর আগে ভিডিও মেসেজ গেল তাঁদের জন্য রোহিত শর্মার তরফে। আর সেই ভিডিও টুইটারে পোস্ট করল বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৮
Share:

প্রথম ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা। ছবি: এএফপি।

রাত পোহালেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল। তার এক রাত আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দারুণভাবে জিতে ওয়ান ডে সিরিজ শুরু করেছে ভারতীয় সিনিয়র দল। এ বার দাদাদের পথ ধরে ভাইদেরও সেটাই করতে হবে। তার আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার থেকে শুভেচ্ছাবার্তা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে পুরো দলকে এটাই স্বাভাবিক।

Advertisement

শনিবার ভারতীয় সময় ভোরবেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে নামবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত একদল উদীয়মান ক্রিকেটার। তাঁর আগে ভিডিও মেসেজ গেল তাঁদের জন্য রোহিত শর্মার তরফে। আর সেই ভিডিও টুইটারে পোস্ট করল বিসিসিআই।

পুরো টুর্নামেন্টে ভারতীয় জুনিয়র দলের পারফরম্যান্সের প্রশংসা করে রোহিত বলেন, ‘‘আমাদের টেস্ট সিরিজের সময় ওদের খেলায়ও নজর ছিল। ফাইনালেও থাকবে। ওরা দারুণ ক্রিকেট খেলেছে।’’ কোচ রাহুল দ্রাবিড় সম্পর্কে রোহিত বলেছেন, ‘‘আমরা সব সময়ই ভেবেছি রাহুল কোচ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের ওদের মধ্যে অবশ্যই কিছু বিশেষত্ব থাকবে। সব ম্যাচে ওরা প্রতিপক্ষকে ধ্বংস করেছে।’’

Advertisement

আরও পড়ুন
সেঞ্চুরি করে সৌরভের রেকর্ড স্পর্শ করলেন বিরাট

ভারতের ফাস্ট বোলিংয়ের প্রশংসা করে রোহিত বলেন ‘‘ফাস্ট বোলিং অসাধারণ। আশা করছি ফাইনালেও ওরা ভাল করবে। আমরা সবাই ওদের খেলা দেখব। পুরো ভারতীয় দলের তরফে বলছি কাপটা ভারতের হাতেই দেথতে চাই।’’ সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত। টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে এই অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছিলেন পৃথ্বী শ অ্যান্ড টিম। এ বার শেষ লড়াইয়ের অপেক্ষায় সবাই।

ভারতের ফাস্ট বোলিংয়ের প্রশংসা করে রোহিত বলেন ‘‘ফাস্ট বোলিং অসাধারণ। আশা করছি ফাইনালেও ওরা ভাল করবে। আমরা সবাই ওদের খেলা দেখব। পুরো ভারতীয় দলের তরফে বলছি কাপটা ভারতের হাতেই দেথতে চাই।’’ সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত। টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে এই অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছিলেন পৃথ্বী শ অ্যান্ড টিম। এ বার শেষ লড়াইয়ের অপেক্ষায় সবাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন