Sports News

কী ভাবে বদলে গেল অক্ষর পটেলের নাম, দেখুন ভিডিও

অক্ষর পটেলের নামের বানান ছিল ইংরেজিতে ‘Akshar Patel’ কিন্তু এখন তাঁর নামের বানান লেখা হয় ‘Axar Patel’। এর পিছনে রয়েছে এক রহস্য। ইনদওর থেকে বেঙ্গালুরু যাওয়ার ফ্লাইটে বসেই সতীর্থদের সামনে খোলসা করলেন সেই কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫৭
Share:

অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুল। ছবি: টুইটার।

বাবা-মা নাম রেখেছিলেন এক, ক্রিকেট খেলতে গিয়ে বদলে গেল সেই নাম। ক্রিকেটারদের ক্ষেত্রে এমনটা অনেক সময়ই হয় যখন কেউ বিখ্যাত হয়ে যায় শুধুই পদবীতে। কারও আবার বড় নাম ছোট হয়ে যায়। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের নবাগত বাঁ হাতি স্পিনার অক্ষর পটেলের নামের বানানই বদলে গিয়েছে। আর কী ভাবে তা বদলাল তা তিনি নিজেই জানিয়েছেন তাঁর সতীর্থদের।

Advertisement

আরও পড়ুন

গ্রেফতার হয়ে দলের বাইরে ইংল্যান্ড স্টার স্টোকস

Advertisement

প্যাট কামিন্সের পরিবর্তে ভারতে আসছেন অ্যান্ড্রু টাই

অক্ষর পটেলের নামের বানান ছিল ইংরেজিতে ‘Akshar Patel’ কিন্তু এখন তাঁর নামের বানান লেখা হয় ‘Axar Patel’। এর পিছনে রয়েছে এক রহস্য। ইনদওর থেকে বেঙ্গালুরু যাওয়ার ফ্লাইটে বসেই সতীর্থদের সামনে খোলসা করলেন সেই কথা। অক্ষর পটেল বলেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্যে তখন বেঙ্গালুরুতে শিবির চলছে। আমার পাসপোর্ট ছিল না। তার জন্য স্কুল থেকে সার্টিফিকেট দরকার ছিল। আর সেই সার্টিফিকেটে স্কুলের প্রিন্সিপাল নামের বানান ভুল করে লিখে দিয়েছিলেন ‘Axar’। তার পর থেকে পাসপোর্টই ছিল আমার পরিচয়পত্র। যে কারনে সব কিছুতেই এই বানানই থেকে গিয়েছে। আর বদল করিনি।’’

শেষ দুই ওয়ান ডের জন্য দলে ডেকে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে। চোট পেয়ে প্রথম ওয়ান ডের আগেই ছিটকে গিয়েছিলেন অক্ষর। আবার ফিরলেন।

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement