Sports News

ইশান্তকে অভিনব ‘ওয়েল কাম’ সহবাগের

আইপিএলে বেস প্রাইজের দিক থেকে সব চেয়ে দামী ছিলেন তিনিই। কিন্তু নিলামে কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত মুরলী বিজয়ের পরিবর্ত হিসেবে ইশান্ত শর্মাকে দলে নিয়েছে কিংস একাদশ পঞ্জাব। আর তাঁকে অভিনব ভাবে স্বাগত জানালেন পঞ্জাব কোচ বীরেন্দ্র সহবাগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৯:০৮
Share:

আইপিএলে বেস প্রাইজের দিক থেকে সব চেয়ে দামী ছিলেন তিনিই। কিন্তু নিলামে কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত মুরলী বিজয়ের পরিবর্ত হিসেবে ইশান্ত শর্মাকে দলে নিয়েছে কিংস একাদশ পঞ্জাব। আর তাঁকে অভিনব ভাবে স্বাগত জানালেন পঞ্জাব কোচ বীরেন্দ্র সহবাগ।

Advertisement

আরও খবর: ফুটফুট মেয়ের বাবা, টুইট করে ছবি শেয়ার করলেন কাইফ

ইশান্ত শর্মার সেই মুখ মনে আছে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে যে মুখাভঙ্গি ভাইরাল হয়ে গিয়েছিল। ইশান্তকে নকল করে ধারাভাষ্যকারদের সেই মুখও ছিল দেখার মতো। এ বার সেই মুখ দিয়েই ইশান্তকে স্বাগত জানালেন বীরু। যে ছবির উপর লেখা ‘বাঁচনা অ্যায় কিংস ইলেভেন, লো ম্যায় আ গেয়া।’ তার সঙ্গে যুক্ত হল আরও কিছু। ইশান্তও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন কোচকে। ইশান্ত জানিয়েছেন, ‘‘কয়েকদিন আগে বীরু ভাই আমাকে ফোন করে জানতে চায় আমি ফ্রি আছি কি না। এ ভাবেই আমি এ বার পঞ্জাব দলে।’’ ইশান্ত শর্মার বেস প্রাইজ ছিল দু’কোটি। ইশান্ত আইফিএল শুরু করেছিলেন কেকেআর-এর জার্সিতে। এর পর ডেকান চার্জাস, সানরাইজার্স হায়দরাবাদ, পুণে হয়ে এ বার পঞ্জাবে।

Advertisement

২৮ বছরের ইশান্তের ১০৭টি টি২০ ম্যাচে রয়েছে৮৮ উইকেট। সেরা বোলিং ১২ রানে পাঁচ। ভারতের হয়ে খেলেছেন ৭৭টি টেস্ট। এখানেই অবশ্য শেষ হয়নি বীরেন্দ্র সহবাগের সেই টুইট। তাতে যোগ দিয়েছেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি সকলেই। সচিন লিখেছেন, ‘মাস্টার ্স্ট্রোক ফর্ন বীরু পাজি।’ বিরাট কোহালি আবার তুলনা করে জিজ্ঞেস করেছেন, ‘বুর্জ খলিফা? আমার তো মনে হচ্ছে আইফেল টাওয়ার।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন