East Bengal Vs Mohun Bagan

কিংসলের গোলে ডার্বি জয় মোহনবাগানের

চলতি আই লিগের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ইতিমধ্যে ডার্বি উত্তাপে গা ভাসিয়েছে গোটা বাংলা। বাদ নেই দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীরাও।

Advertisement

কৌশিক চক্রবর্তী

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১৩:৩১
Share:

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র।

শেষ হল চলতি আই লিগের প্রথম ডার্বি। কিংসলের এক মাত্র গোলে বড় ম্যাচ পকেটে পুরে নিল মোহনবাগান। ২ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪। সমসংখ্যক ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১।

Advertisement

• ৯০ মিনিট: অতিরিক্ত সময় ২ মিনিট।

• ৮৬ মিনিট: মোহনবাগানের খেলোয়াড় পরিবর্তন। রেনিয়ারের পরিবর্তে মাঠে নামলেন নিখিল কদম

Advertisement

• দুরন্ত সেভ করলেন মোহনবাগান গোলরক্ষক শিল্টন পাল।

• ৮১ মিনিট: পরিবর্তন ইস্টবেঙ্গলের। ব্রেন্ডনের পরিবর্তে মাঠে নামলেন কেভিন লোবো।

• ৭৫ মিনিট: অবিশ্বাস্য ভাবে গোলের সামনে গিয়েও ব্যর্থ প্লাজা।

• ৬৪৬৩০ মানুষ আজ বড় ম্যাচের সাক্ষী হতে মাঠে এসেছেন।

• সহজ সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের।

• ৭০ মিনিট: বার বার চেষ্টা করেও মোহনবাগানের গোল মুখ খুলতে ব্যর্থ ইস্টবেঙ্গল।

• একের পর এক সুযোগ মিস করে চলেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

• চোট পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়ছেন ডিপান্ডা ডিকা।

• ৫৮ মিনিট: মোহনবাগানের খেলোয়াড় পরিবর্তন। ডিকার পরিবর্তে মাঠে নামলেন শিল্টন ডি'সিলভা।

• ৫২ মিনিট: কর্ণার মোহনবাগানের।

• আক্রমণে ইস্টবেঙ্গল। ছকে পরিবর্তন। ৪-৪-২ ছকে দ্বিতীয়ার্ধে খেলছে লাল হলুদ ব্রিগেড।

• ৪৬ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন ইস্টবেঙ্গলের। বাজোর পরিবর্তে মাঠে নামলেন চার্লস।

• শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

• শেষ হল প্রথমার্ধের খেলা। ১ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান।

• ইস্টবেঙ্গলের গোল রক্ষক এবং জিফেন্সের মধ্যে ভুল বোঝাবুঝি

• ৪৫ মিনিট: তিন মিনিট অতিরিক্ত সময়।

• ৪৪ মিনিট: হলুদ কার্ড দেখলেন রিকি

• প্রথমার্ধেই গোল শোধ করতে মরিয়া ইস্টবেঙ্গল।

• দুরন্ত গোল বাঁচালেন লুই ব্যারেটো।

• ৩৯ মিনিট: গোল করলেন মোহনবাগানের কিংসলে।

• গোল করে এগিয়ে গেল মোহনবাগান।

• ৩৭ মিনিট: হলুদ কার্ড দেখলেন গুরবিন্দর সিংহ।

• চাপে ইস্টবেঙ্গল।

• আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা।

• ৩৫ মিনিট: হলুদ কার্ড দেখলেন দিপান্ডা ডিকা

• ফের এক বার গোলের মুখে গিয়ে গোল করতে ব্যার্থ ক্রোমা-সোনিরা।

• চুলোভার ক্রস থেকে নিশ্চিত গোল মিস প্লাজার।

• নরিহরি শ্রেষ্ঠার পরিবর্তে মাঠে নামলেন শেখ ফৈয়াজ।

• ২৯ মিনিট: মোহনবাগানের খেলোয়াড় পরিবর্তন।

• ২৮ মিনিট: ফের আক্রমণে উঠছে মোহনবাগান।

• সোনিকে ফাউল। উত্তাল গ্যালারি।

• প্রতি আক্রমণে ওঠার চেষ্টায় ইস্টবেঙ্গল।

• ২৬ মিনিট: সহজ সুযোগ মিস করলেন ক্রোমা।

• অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ইস্টবেঙ্গল।

• মেহতাব সিংহের পরিবর্তে মাঠে নামলেন চুলোভা।

• ২৩ মিনিট: ইস্টবেঙ্গলের প্রথম পরিবর্তন।

• ২০ মিনিট: আক্রমণে মোহনবাগান। একের পর এক আক্রমণে ঝড় তুলে আনছেন সোনি নর্দিরা।

• ১৬ মিনিট: ফের ফাউল করলেন মেহতাব সিংহ।

• দুই জাপানির লড়াই জমে উঠেছে যুবভারতীতে।

• ক্রেমার শট ফিরে আসল বারে লেগে।

• ১৪ মিনিট: হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের মেহতাব সিংহ।

• ১৩ মিনিট: আক্রমণে উঠেছে ইস্টবেঙ্গল।

• ১০ মিনিট: আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা।

• ৬ মিনিট, খেলা হচ্ছে মাঝমাঠে।

• দলে ফিরেছেন গুরবিন্দর সিংহ, লুই ব্যারেটো এবং রালতে।

• ইস্টবেঙ্গলে তিনটি পরিবর্তন করেছেন খালিদ জামিল।

• শুরু হয়ে গেল মহারণ। ম্যাচের প্রথম থেকেই মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় দুই দল।

• মাঠে নামল দুই দলের ফুটবলাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন