Sports News

আই লিগ থেকে মুম্বই এফসির অবনমন নিশ্চিত

খালিদ জামিলের হাত ধরে যখন আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন উত্তর-পূর্ব ভারতের দল আইজল এফসি ঠিক তখনই অবনমনের আওতায় মুম্বই এফসি। যে মুম্বই এফসি এতদিন এই খালিদ জামিলের হাত ধরেই আই লিগে টিকে থাকার লড়াই চালিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ২১:২২
Share:

মুম্বই এফসি। ছবি: সংগৃহীত।

খালিদ জামিলের হাত ধরে যখন আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন উত্তর-পূর্ব ভারতের দল আইজল এফসি ঠিক তখনই অবনমনের আওতায় মুম্বই এফসি। যে মুম্বই এফসি এতদিন এই খালিদ জামিলের হাত ধরেই আই লিগে টিকে থাকার লড়াই চালিয়েছে। সেই খালিদ জামিলকে এ বার আর দলে রাখেনি মুম্বই ম্যানেজমেন্ট। শুরু থেকেই খারাপ অবস্থা ছিল মুম্বই এফসির। শেষটা যে ভাল হবে না সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চেন্নাই সিটিকে চার্চিল ব্রাদার্স হারিয়ে দিতেই মুম্বই আরও অবনমনের দিকে চলে যায়।

Advertisement

আরও খবর: কোন পথে আসতে পারে মোহনবাগানের আই লিগ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement