মুক্ত নরসিংহকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস। সোমবার নয়াদিল্লিতে। ছবি: রমাকান্ত কুশওয়া, পিটিআই
‘‘অব রিও যানা হ্যায়। আউর মেডেল লেকে আনা হ্যায়।’’
ডোপিং-অভিযোগমুক্ত নরসিংহ যাদবের কথাগুলো যেন শুধু এই কুস্তিগিরের কথা হয়েই থাকছে না সোমবার সন্ধে থেকে। থাকছে না ভারতীয় কুস্তিমহলের বিশ্বাস হয়েও।
নরসিংহ-উদ্ধৃতি এখন যেন রিও অলিম্পিক্সে গোটা টিম ইন্ডিয়া-র দর্শন হয়ে দাঁড়াচ্ছে!
কী মহানাটকীয় প্রত্যাবর্তনই না নরসিংহের!
নাডা-র শৃঙ্খলারক্ষা কমিটির চূড়ান্ত রায় শোনা মাত্র আকাশের দিকে তাকিয়ে বজরংবলীর উদ্দেশে প্রণাম জানিয়ে উল্লসিত নরসিংহ জড়িয়ে ধরলেন পাশে দাঁড়ানো তাঁর কোচ জগমল সিংহকে। শিষ্য-গুরু দুজনেই কিছুক্ষণ বাকরুদ্ধ। তার পর নরসিংহ বলতে শুরু করেন, ‘‘জীবনে কোনও দিন ডোপ করিনি। অজান্তে চক্রান্তের শিকার হয়ে আমাকে যে দুর্ভোগটা পোহাতে হল তার ধাক্কায় এই ক’দিন ঘুমোতেই পারিনি। তবে জানতাম ন্যায়বিচার আমি পাবই। শেষমেশ রিও যেতে পারছি ভেবেই আমার সব কষ্ট দূর হয়ে গিয়েছে।’’
জগমল এই সময়ে যোগ করলেন, ‘‘এই ছেলেটা আমার সঙ্গে ১৫-১৬ বছর আছে। কোনও দিন ডোপের রাস্তা মাড়ায়নি। ডোপ জিনিসটা কী জানেই না। তার পরেও চক্রান্তের শিকার হয়ে ওর যা হল, তা সকলেই দেখলেন। জানেন, ডোপমুক্তির খবর পেয়ে ও আমাকে প্রথমেই বলল, স্যার আমি তা হলে রিও যাচ্ছি। দেশের জন্য পদক নিয়ে ফিরব।’’
প্রায় এক মাস ধরে যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল নরসিংহকে, তা তাঁর কথাতেই পরিষ্কার। বলছিলেন, ‘‘আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা করে উঠলাম। এখন সব কিছু ভুলে যেতে চাই। রিও ছাড়া আর কিছু নিয়ে ভাবছি না।’’ একটু থেমে আবার বলতে শুরু করলেন, ‘‘গত ১৫ দিন আমি আর আমার পরিবারকে দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু আমি আশা ছাড়িনি। প্র্যাকটিসটাও চালিয়ে গিয়েছি।’’
নরসিংহের ডোপ কেলেঙ্কারি সামনে আসার পর অভিযোগের আঙুল প্রথম যাঁদের দিকে উঠেছিল, সেই সুশীল কুমার আর তাঁর শ্বশুর-কোচ সতপাল সিংহ কী বলছেন?
সুশীল এ দিন বলেন ‘‘এটা তো খুব ভাল খবর। নরসিংহকে মুবারক। রিওতে ও ভাল রেজাল্ট করুক সেটাই আমি চাই। চাই ও দেশ আর আমার জন্য পদক নিয়ে ফিরুক অলিম্পিক্স থেকে।’’
এক ধাপ এগিয়ে সতপাল বললেন ‘‘খবরটা শুনলাম। খুব ভাল খবর। যা হওয়ার তা হয়ে গিয়েছে। রিওতে নরসিংহের ক্যাটেগরি ১৯ অগস্ট থেকে। ওর হাতে এখনও অনেক সময় আছে। ও ভাল লড়ে দেশকে একটা পদক এনে দিক। আর শুধু নরসিংহই বা কেন, রিওর গোটা ভারতীয় কুস্তি দলকেই আমি শুভেচ্ছা জানাতে চাই।’’
যা শুনে নরসিংহের প্রতিক্রিয়া? কেবল দু’টো শব্দ। ‘‘নো কমেন্টস!’’