Sunil Chhetri

কোনও দিন মেসির সঙ্গে দেখা হলে কী করতে চান সুনীল ছেত্রী?

সুনীল আরও জানিয়েছেন, যতদিন ফুটবল খেলবেন ততদিন নিজের সংখ্যার দিকে মন দিতে চান না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৭:২৪
Share:

সুনীল ছেত্রী এবং লিয়োনেল মেসি।

দেশের জার্সিতে গোলের বিচারে লিয়োনেল মেসিকে হয়তো টপকে গিয়েছেন, কিন্তু তাতে একটুও তুলনায় যেতে রাজি নন সুনীল ছেত্রী। ভারতীয় দলের অধিনায়ক জানালেন, তিনি মেসির অনুরাগী হয়েই থাকতে চান।

Advertisement

ভারতীয় ফুটবলের ওয়েবসাইটে সুনীল বলেছেন, “অনেক কথা হচ্ছে এটা নিয়ে। আমার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখছি। সবাইকে একই কথা বলছি। সত্যিটা হল এটাই, আমাদের দু’জনের মধ্যে কোনও তুলনাই হয় না। গোটা বিশ্বের বাকিদের মতোই আমিও ওর সমর্থক।”

কোনওদিন মেসির সঙ্গে দেখা হয়ে গেলে কী করবেন? সুনীলের সাফ উত্তর, “গিয়ে হাত বাড়িয়ে অভিবাদন জানিয়ে বলব, আমি সুনীল ছেত্রী, আমি তোমার সমর্থক। ব্যস, ওটুকুই। ওকে সমস্যায় ফেলব না। ওর সঙ্গে দেখা করতে পারলে ভাল লাগবে। না পারলেও ক্ষতি নেই। দুঃখ পেলে আমি মেসির ভিডিয়ো দেখি। খুশি হয়ে যাই। তাই ওর সঙ্গে দেখা হলে হাত মেলাব।”

Advertisement

সুনীল আরও জানিয়েছেন, যতদিন ফুটবল খেলবেন ততদিন নিজের সংখ্যার দিকে মন দিতে চান না। তাঁর কথায়, “খেলাধুলো ছেড়ে দিলে সংখ্যা নিয়ে ভাবা যাবে। কেউ আমার থেকে বেশি ম্যাচ খেলেনি বা আমার থেকে বেশি গোল করেনি, এটা শুনে আমি গর্বিত। কিন্তু এসব নিয়ে বেশি ভাবতে চাই না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement