ICC World Cup 2019

ভাঙল ১৬ বছরের রেকর্ড, সৌরভ-দ্রাবিড়কে টপকে সর্বাধিক রানের পার্টনারশিপ গেল-স্যামুয়েলসের

২০১৫ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘ক্যারিবিয়ান দৈত্য’গেল এবং মার্লন স্যামুয়েলস জুটি সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েন।জিম্বাবোয়ের বোলিং নিয়ে ছেলেখেলা করেন বিধ্বংসী ব্যাটসম্যান গেল এবং স্যামুয়েলস।

২০১৫ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘ক্যারিবিয়ান দৈত্য’গেল এবং মার্লন স্যামুয়েলস জুটি সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েন।জিম্বাবোয়ের বোলিং নিয়ে ছেলেখেলা করেন বিধ্বংসী ব্যাটসম্যান গেল এবং স্যামুয়েলস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ১৯:১৫
Share:
Advertisement

ক্রিকেটজীবনে ক্রিস গেল কত যে রেকর্ড গড়েছেন, তার ইয়ত্তা নেই। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘ক্যারিবিয়ান দৈত্য’গেল এবং মার্লন স্যামুয়েলস জুটি সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েন।জিম্বাবোয়ের বোলিং নিয়ে ছেলেখেলা করেন বিধ্বংসী ব্যাটসম্যান গেল এবং স্যামুয়েলস। অস্ট্রেলিয়ার মাটিতে নতুন এক রেকর্ড গড়েন দুই ক্যারিবিয়ান।

তাঁদের বহু আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড় টনটনের বাইশ গজে খেলেছিলেন স্মরণীয় ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মাঠের যত্রতত্র ফেলে সৌরভ করেছিলেন ১৮৩ রান। ১৪৫ রান করে দ্রাবিড় রান আউট হন। তার আগে দুই তারকা ব্যাটসম্যান ৩১৮ রান তোলেন জুটিতে। বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ। সৌরভ-দ্রাবিড়ের পরেই রয়েছেন শ্রীলঙ্কার উপুল থরঙ্গা ও তিলকরত্নে দিলশান। তৃতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement