আঙুলের হাড়ে চিড় মর্গ্যানের

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৩০ মে। সেটাই উদ্বোধনী ম্যাচ। যেখানে মর্গ্যানরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৯ ০৪:৪০
Share:

উদ্বেগ: চোট পরীক্ষা করতে হাসপাতালে মর্গ্যান। এএফপি

অনুশীলনে বাঁ হাতের তর্জনীতে চোট পেলেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। তাঁর আঙুলের হাড়ে হাল্কা চিড়ও ধরেছে। তবে চোট খুব একটা গুরুতর নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন মর্গ্যান। অবশ্য শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি নামতে পারবেন না। শুক্রবার আইসিসির টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন ইংল্যানড অধিনায়ক। এ দিন সাউদাম্পটনে ক্যাচ ধরার অনুশীলন করার সময় আচমকা তাঁর আঙুলে চোট লাগে।

Advertisement

হ্যাম্পশায়ারের মাঠে ইংল্যান্ডের ১৪ জনের দলের সবাই প্রায় অনুশীলন করলেন। ব্যক্তিগত কারণে আসেননি শুধু জো রুট। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৩০ মে। সেটাই উদ্বোধনী ম্যাচ। যেখানে মর্গ্যানরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রসঙ্গত আইসিসির ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে মর্গ্যানের নেতৃত্বেই ইংল্যান্ড এক নম্বরে উঠে এসেছে।

এ দিকে, বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই চনমনে হয়ে উঠছে ইংল্যান্ড শিবির। ওপেনার জেসন রয় বলছেন, ‘‘২০১৫ সালের পরে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। এই ইংল্যান্ড দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আগের মতে তাড়াহুড়ো করে কেউ আর ম্যাচ ছুড়ে দিয়ে আসে না।’’

Advertisement

দলের অধিনায়ক অইন মর্গ্যানকে কৃতিত্ব দিয়ে ইংল্যান্ডের এই ডান হাতি ব্যাটসম্যান বলছেন, ‘‘গত চার বছরে নিজের খেলাটাও অনেক বদলে গিয়েছে আগের চেয়ে। আর এ কাজে সব চেয়ে সাহায্য করেছে অধিনায়ক অইন মর্গ্যান। যার ফলে বড় রান করতে পারছি।’’ যোগ করেছেন, ‘‘যখনই কোনও সমস্যা হয়েছে, তখনই মর্গ্যান বলেছে, তুমি যে ভাবে ক্রিকেট খেলো, সেটাই আমরা পছন্দ করি। সে ভাবেই খেলে যাও। এতেই নিজের প্রতি আস্থা বেড়ে গিয়েছে। ফলে এখন কোনও ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচ খেলতে নেমে চাপে পড়ি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন