জোড়া সেঞ্চুরিতে জয় সহজেই

রাহুলের ফর্মে খুশি বিরাট, স্বস্তি দিয়েছে কুল-চা জুটি

চার নম্বরে খেলতে নামা কে এল রাহুলের ৯৯ বলে ১০৮ রান যে তাঁর কাছে দিনের সেরা প্রাপ্তি, তা জানিয়ে দিয়েছেন কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৫:১৪
Share:

চার নম্বরে নেমে ৯৯ বলে ১০৮ রাহুলের। মঙ্গলবার। ছবি: এএফপি।

চার নম্বর নিয়ে এত দিন ধরে চলতে থাকা জটিল ধাঁধার উত্তর যে তিনি পেয়ে গিয়েছেন, তা বুঝিয়ে দিলেন বিরাট কোহালি।

Advertisement

মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারত ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশকে। কিন্তু সেই ফলাফলের চেয়ে চার নম্বরে খেলতে নামা কে এল রাহুলের ৯৯ বলে ১০৮ রান যে তাঁর কাছে দিনের সেরা প্রাপ্তি, তা জানিয়ে দিয়েছেন কোহালি। তিনি বলেছেন, ‘‘আজকের জয় থেকে সেরা প্রাপ্তি চার নম্বরে রাহুলের সেঞ্চুরি। ও যে ভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ।’’ আরও যোগ করেছেন, ‘‘রাহুলের মতো উচ্চমানের ক্রিকেটারের বড় রান পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।’’ ভারত অধিনায়কের মন্তব্যেই স্পষ্ট, আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুব সম্ভবত চার নম্বরে রাহুলকে রেখেই তিনি প্রথম একাদশ সাজাবেন।

তবে শুধু রাহুলই নন। কোহালিকে স্বস্তি দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির সেঞ্চুরি এবং হার্দিক পাণ্ড্যের ১১ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস। তিনি বলেছেন, ‘‘আমাদের দলের ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। ধোনি এবং হার্দিকও দারুণ ব্যাট করেছে।’’ পাশাপাশি দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধওয়নের এখনও বড় রান না পাওয়া নিয়ে খুব একটা উৎকণ্ঠা ধরা পড়েনি কোহালির কথাবার্তায়। তিনি বলেছেন, ‘‘এখন সকলকেই প্রচুর ক্রিকেট খেলতে হয়। তবে আমি মনে করি, বিশ্বকাপ শুরু হলে সকলেই চেনা ছন্দে ফিরে আসবে।’’

Advertisement

উল্লাস: বুমরাকে নিয়ে উৎসব চহালের। মঙ্গলবার। ছবি: এএফপি।

ব্যাটিংয়ের পাশাপাশি এ দিনের বোলিংও আশ্বস্ত করেছে কোহালিকে। বিশেষ করে, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহাল জুটির ছয় উইকেট প্রাপ্তি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে ভারত অধিনায়কের। কোহালি বলেছেন, ‘‘বাংলাদেশের ব্যাটসম্যানেরাও আমাদের অনেক সময় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। কিন্তু আমাদের বোলাররা দারুণ ভাবে পরিস্থিতি সামাল দিয়েছে।’’ আরও বলেছেন, ‘‘বুমরা শুরুতেই ভাল ধাক্কা দিয়েছে। পরে কুলদীপ এবং চহাল তিনটি করে উইকেট তুলে নিয়েছে। বরং আমার তো মনে হয়েছে, বিশ্বকাপে পরের দিকে উইকেট থেকে টার্ন পাবে স্পিনাররা। সেই জায়গা থেকে দেখতে গেলে এই দুই প্রস্তুতি ম্যাচে আমাদের যে সমস্ত ব্যাপার দেখে নেওয়ার প্রয়োজন ছিল, সেটা সম্পূর্ণ হয়েছে।’’

ভারতীয় বোলিংয়ের প্রশংসা করছেন ব্রেট লি-ও। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার মনে করেন, দুর্দান্ত বোলিং ব্রিগেড নিয়ে বিশ্বক্রিকেট শাসন করতে পারে ভারত। নিজের ক্রিকেট জীবনে তিনি অস্ট্রেলিয়া ড্রেসিংরুমে পেয়েছেন গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপি, শেন ওয়ার্নের মতো কিংবদন্তিদের সাহচর্য। ফলে লি খুব ভাল বোঝেন, একটা দলের বোলিং লাইন-আপ ক্ষুরধার হলে তারা কী করতে পারে। যার ছায়া তিনি দেখছেন কোহালির দলে। লি বলেছেন, ‘‘এই প্রথম বার আমরা ভারতীয় ক্রিকেটে পেস বোলারদের আধিপত্য দেখতে পাচ্ছি। অনেক নতুন পেসার উঠে এসেছে সাম্প্রতিক সময়ে।’’ সেখানেই না থেমে লি আরও বলেছেন, ‘‘সেই নতুন প্রজন্মের মধ্যে থেকে উঠে এসেছে মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরার মতো তারকা। এবং তাই নয়। ভারতীয় ক্রিকেটে পেস বোলিংয়ের রিজার্ভ বেঞ্চও কিন্তু খুব স্বাস্থ্যকর হয়ে উঠেছে। এক জন বিদেশি হিসেবে ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের এই নতুন ছবি দেখতে খুব ভাল লাগছে।’’

স্কোরকার্ড
ভারত ৩৫৯-৭ (৫০)
বাংলাদেশ ২৬৪ (৪৯.৩)

ভারত
রোহিত বো রুবেল ১৯• ৪২
ধওয়ন এলবিডব্লিউ মুস্তাফিজ়ুর ১• ৯
কোহালি বো সইফুদ্দিন ৪৭• ৪৬
রাহুল বো সাব্বির ১০৮• ৯৯
শঙ্কর ক মুশফিকুর বো রুবেল ২• ৭
ধোনি বো শাকিব ১১৩• ৭৮
হার্দিক ক সাব্বির বো শাকিব ২১• ১১
কার্তিক ন. আ. ৭• ৫
জাডেজা ন. আ. ১১• ৪
অতিরিক্ত ৩০
মোট ৩৫৯-৭ (৫০)
পতন: ১-৫ (শিখর, ২.৫), ২-৫০ (রোহিত, ১৩.৩), ৩-৮৩ (কোহালি, ১৮.৪), ৪-১০২ (শঙ্কর, ২১.৬), ৫-২৬৬ (রাহুল, ৪৩.২), ৬-৩২৫ (হার্দিক, ৪৭.৩), ৭-৩৪৮ (ধোনি, ৪৯.২)।
বোলিং: মুস্তাফিজ়ুর রহমান ৮-১-৪৩-১, মাশরাফি মর্তুজা ৬-২-২৩-০, মহম্মদ সইফুদ্দিন ৬-১-২৭-১, রুবেল হোসেন ৮-০-৬২-২, আবু জায়েদ ৩-০-৪১-০, শাকিব আল হাসান ৬-০-৫৮-২, মেহদি হাসান মিরাজ় ৫-০-৪০-০, মোসাদেক হোসেন ৩-০-৩২-০, সাব্বির রহমান ৫-০-৩০-১।

বাংলাদেশ
লিটন স্টাঃ ধোনি বো চহাল ৭৩• ৯০
সৌম্য ক কার্তিক বো বুমরা ২৫• ২৯
শাকিব বো বুমরা ০• ১
মুশফিকুর বো কুলদীপ ৯০• ৯৪
মিঠুন এলবিডব্লিউ বো চহাল ০• ১
মাহমুদুল্লা বো কুলদীপ ৯• ১২
সাব্বির বো জাডেজা ৭• ১২
মোসাদেক স্টাঃ কার্তিক বো কুলদীপ ০• ১
সইফুদ্দিন ক কুলদীপ বো চহাল ১৮• ২৫
মেহদি রান আউট ২৭• ৩০
রুবেল ন. আ. ০• ৩
অতিরিক্ত ১৫
মোট ২৬৪ (৪৯.৩)

পতন: ১-৪৯ (সৌম্য, ৯.৪), ২-৪৯ (শাকিব, ৯.৫), ৩-১৬৯ (লিটন, ৩১.৩), ৪-১৬৯ (মিঠুন, ৩১.৪), ৫-১৯১ (মাহমুদুল্লা, ৩৫.৪), ৬-২১৬ (মুশফিকুর, ৩৯.২), ৭-২১৬ (মোসাদেক, ৩৯.৩), ৮-২১৬ (সাব্বির, ৪০.২), ৯-২৬২ (সইফুদ্দিন, ৪৮.৪), ১০-২৬৪ (মেহদি, ৪৯.৩)।
বোলিং: মহম্মদ শামি ৪-০-২২-০, যশপ্রীত বুমরা ৫-০-২৫-২, ভুবনেশ্বর কুমার ৫-০-১৯-০, কুলদীপ যাদব ১০-০-৪৭-৩, বিজয় শঙ্কর ৬-০-৪৬-০, যুজবেন্দ্র চহাল ১০-০-৫৫-৩, রবীন্দ্র জাডেজা ৯.৩-০-৪০-১।

৯৫ রানে জয়ী ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন