ICC World Cup 2019

দেশের আগে টাকা! ডিভিলিয়ার্সকে তীব্র আক্রমণ শোয়েব আখতারের

ডিভিলিয়ার্স বলেছিলেন, তিনি বিশ্বকাপের দলে অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বোর্ড আগ্রহ দেখায়নি। আর এই নিয়েই এবিডি-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ১৩:১৬
Share:

ডিভিলিয়ার্সকে তীব্র আক্রমণ শোয়েব আখতারের। ফাইল চিত্র

পরপর হারের পর দক্ষিণ আফ্রিকার সমর্থকরা দাবি তুলেছিলেন ‘ব্রিং ব্যাক এবিডি’। ডিভিলিয়ার্স বলেছিলেন, তিনি বিশ্বকাপের দলে অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বোর্ড আগ্রহ দেখায়নি। আর এই নিয়েই এবিডি-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।

Advertisement

শোয়েব নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দাবি করেছেন, খবরে থাকতেই এই সব করেছেন ডিভিলিয়ার্স। এবিডির কাছে দেশের চেয়ে টাকার মূল্য বেশি বলেও কটাক্ষ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব আরও বলেছেন, “ডিভিলিয়ার্স যখন অবসর নেয় তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ওকে বেশি করে প্রয়োজন ছিল। কিন্তু এবিডি তা ভুলে শুধুমাত্র টাকার কথা চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় আইপিএল এবং পিএসএলে খেলার জন্য। ডিভিলিয়ার্সের সামনে সুযোগ ছিল ২০১৯ বিশ্বকাপ এবং ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেওয়ার। কিন্তু এবিডি আর্থিক দিক চিন্তা করে আগেই অবসর নিয়ে নেয়।”

Advertisement

এই প্রসঙ্গে আখতার নিজের জীবনের কথাও টেনে এনে বলেন, “আমাকেও আইসিএল থেকে প্রচুর টাকার অফার দেওয়া হয়েছিল। কিন্তু দেশের স্বার্থের কথা ভেবে আমি তা নাকচ করে দিয়েছিলাম। যদিও অনেক পাকিস্তানি খেলোয়াড়রাই আইসিএলকে বেছে নিয়েছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন