ব্যাটসম্যানদের নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ বেলিস

মঙ্গলবার লর্ডসে মুখোমুখি হতে চলেছে ক্রিকেট দুনিয়ার অন্যতম দুই প্রধান শক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ বারের বিশ্বকাপে এ পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। হেরেছে একমাত্র ভারতের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ০৩:৫৭
Share:

প্রস্তুতি: মঙ্গলবার অস্ট্রেলিয়া ম্যাচ। তার মহড়ায় বেয়ারস্টো। রয়টার্স

বিশ্বকাপে দুই ভিন্ন চ্যালেঞ্জ দুই দেশের কাছে। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার কাছে যখন ফের কাপ নিজেদের দখলে রেখে দেওয়ার লড়াই, তখন অইন মর্গ্যানের ইংল্যান্ড ঘরের মাঠে প্রথম বার বিশ্বকাপ জয়কে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে।

Advertisement

মঙ্গলবার লর্ডসে মুখোমুখি হতে চলেছে ক্রিকেট দুনিয়ার অন্যতম দুই প্রধান শক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ বারের বিশ্বকাপে এ পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। হেরেছে একমাত্র ভারতের কাছে। অন্য দিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারলেও ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ তালিকায় প্রথম চারেই রয়েছে ইংল্যান্ড।

এই পরিস্থিতিতে মঙ্গলবার লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হারলে অনেকটাই ধাক্কা খাবে ইংল্যান্ডের কাপ জয়ের স্বপ্ন। তাই অস্ট্রেলিয়া ম্যাচে কোনও রকম শিথিলতা দলে চাইছেন না ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পরে তিনি জো রুটদের ড্রেসিংরুমেই মনে করিয়ে দিয়েছেন, ব্যাট হাতে অনেকেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩২ রান তাড়া করতে নেমে বেন স্টোকস ও জো রুট রান পেলেও ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা বড় রান পাননি। তাই ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ। বলছেন, ‘‘ব্যাটিংয়ে সময় দিতে হবে। শুরুতে উইকেটে থিতু হয়ে তার পরে মন দিতে হবে জুটি গড়ার ক্ষেত্রে। কিন্তু আমার মনে হচ্ছে, ক্রিজে গিয়ে আমাদের কোনও কোনও ব্যাটসম্যানের মাথায় এই জুটি গড়ার ব্যাপারটা থাকছে না। কিন্তু এটাই যদি শুরু থেকে করা যায়, তা হলে ভাল জায়গায় থাকবে দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে এটা মাথায় রাখতেই হবে ব্যাটসম্যানদের।’’

Advertisement

ইংল্যান্ড কোচ বেলিস যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক তখন অস্ট্রেলিয়া দল আবার ফুটছে তাদের দুই পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে নিয়ে। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ সে কথা জানিয়ে বলছেন, ‘‘এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বড় ভরসা এই দুই পেসার। ওদের পিছনে দলের সাপোর্ট স্টাফ অনেক সময় দিয়েছে। উদ্দেশ্য, ওদের চনমনে মেজাজে মাঠে পাওয়া। নয় দিনে চারটে ম্যাচ খেলার পাশাপাশি, প্রায় সাতশো কিলোমিটার সফর করতে হবে। তার ধাক্কায় বা চোট-আঘাতে এই দু’জনের ছন্দ যাতে নষ্ট না হয়, তার জন্য দলের ফিজিয়ো থেকে ট্রেনার ও চিকিৎসক সকলেই কড়া নজর রেখেছে।’’

গত তিন বছরে ঘরের মাঠে পরপর দুই ম্যাচে হারেনি ইংল্যান্ড। গত মাসে সাউদাম্পটনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনিও বলছেন, ‘‘আমাদের দলের ভরসা পেস আক্রমণ। ইংল্যান্ড ব্যাটসম্যানরা যাতে আমাদের বিপক্ষে ভয়ঙ্কর না হয়ে উঠতে পারে, সেটা প্রথম থেকেই নিশ্চিত করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন