Sports News

রাষ্ট্রপতির বয়স যদি সত্তরের বেশি হয়, তা হলে বিসিসিআই-এ কেন না

লোঢা কমিটি আসার পর এই নিয়ম করে। সাত সদস্যের সঙ্গে এদিন বিশেষ আমন্ত্রণে এসেছিলেন নিরঞ্জন শাহ। যাঁরা বাকি কমিটির সদস্যদের তাঁদের গুরুত্বপূর্ণ উপদেশ দেবেন। সেখানেই এই মন্তব্য করেন বর্ষীয়ান প্রাক্তন এই বিসিসিআই কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৮:৩০
Share:

নিরঞ্জন শাহ।-নিজস্ব চিত্র।

প্রশ্নটা উঠছিলই। কেন বিসিসিআই-এর পদে ৭০ বছরের উপরে কেউ থাকতে পারবেন না। কিন্তু সামনাসামনি এসে সেই প্রশ্ন কেউ করছিলেন না। এ বার সরাসরি সংবাদ মাধ্যমের সামনে সেই প্রশ্নই তুলে দিলেন নিরঞ্জন শাহ। তাঁর পরিষ্কার প্রশ্ন, ‘‘যদি ভারতের রাষ্ট্রপতি ৭০ বছরের উপরে হয়েও চালাতে পারেন তা হলে বিসিসিআই-এর পদে কেন থাকতে পারবে না।’’

Advertisement

আরও খবর: ‘টপ অফ দ্য রক’এ বান্ধবীকে প্রোপজ করলেন স্টিভ স্মিথ

লোঢা কমিটি আসার পর এই নিয়ম করে। সাত সদস্যের সঙ্গে এদিন বিশেষ আমন্ত্রণে এসেছিলেন নিরঞ্জন শাহ। যাঁরা বাকি কমিটির সদস্যদের তাঁদের গুরুত্বপূর্ণ উপদেশ দেবেন। সেখানেই এই মন্তব্য করেন বর্ষীয়ান প্রাক্তন এই বিসিসিআই কর্তা। তিনি বলেন, ‘‘আমি বুঝতে পারছি না বিসিসিআই-এর কর্তাদের বয়স নিয়ে কেন এত কান্নাকাটি চলছে। আমাদের কর্তাদের সঙ্গে কী সমস্যা।’’

Advertisement

সেখানে আলাদা করে দেশের রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের বয়স নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। তিনি ৮১ বছর বয়সেও যদি দেশ চালাতে পারেন তা হলে অন্যরা কেন পারবেন না। নিরঞ্জন শাহ বলেন, ‘‘যতদিন কেউ ফিট রয়েছে ততদিন সে কাজ করতে পারে। বয়স নিয়ে এই বৈষম্য নিয়ে আমি প্রশ্ন তুলছি।’’ ‘এক রাজ্য এক ভোট’ নিয়েও এদিন মুখ খোলেন শাহ। তিনি বলেন, ‘‘এই এক রাজ্য এক ভোটের বিপক্ষে আমি নই। কিন্তু কী ভাবে প্রাচীন অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোটের ক্ষমতা কেড়ে নেওয়া যায়। একইভাবে মুম্বই ক্রিকেটের ক্ষেত্রেও। যারা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন