আজ রাতেই হোটেলে মেহতাবরা

বন্‌ধে নজিরবিহীন তৎপরতায় লিগের ম্যাচ করছে আইএফএ

নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে বাংলার ফুটবলে। বুধবার বন্‌ধে খেলা হবে কলকাতা লিগের! যেখানে রাস পূর্ণিমা, রথযাত্রা বা কোনও রাজনৈতিক দলের ছোট সভা-সমাবেশের কারণ দেখিয়ে কলকাতা লিগের খেলা বন্ধ করে দেওয়াটাই রেওয়াজ, সেখানে বুধবার দেশজোড়া বন্‌ধের দিনে ম্যাচ করার সবুজ-সঙ্কেত দিয়ে দিল পুলিশ। এবং সেটা পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় আইএফএ-ও কোমর বেঁধে নেমে পড়েছে লিগের ম্যাচ করতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৫
Share:

নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে বাংলার ফুটবলে। বুধবার বন্‌ধে খেলা হবে কলকাতা লিগের!
যেখানে রাস পূর্ণিমা, রথযাত্রা বা কোনও রাজনৈতিক দলের ছোট সভা-সমাবেশের কারণ দেখিয়ে কলকাতা লিগের খেলা বন্ধ করে দেওয়াটাই রেওয়াজ, সেখানে বুধবার দেশজোড়া বন্‌ধের দিনে ম্যাচ করার সবুজ-সঙ্কেত দিয়ে দিল পুলিশ। এবং সেটা পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় আইএফএ-ও কোমর বেঁধে নেমে পড়েছে লিগের ম্যাচ করতে।
বাংলা ফুটবলের ইতিহাসে প্রথম বার বন্‌ধের দিন হবে লিগের ম্যাচ। এবং সে জন্য আগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার রাতে দু’টি টিম এবং রেফারিদের বাসে করে নিয়ে গিয়ে তোলা হবে বারাসতের হোটেলে। সব খরচই আইএফএ-র। সে দিন খেলা রয়েছে লিগ চ্যাম্পিয়ন হতে যাওয়া ইস্টবেঙ্গলের সঙ্গে কালীঘাট এমএসের। কালীঘাট আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দাদার টিম। ফলে কোনও দলই কোনও আপত্তি তোলেনি। বরং ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলে দিলেন, ‘‘শুনেছি রাতে চলে যেতে হবে বারাসতে। ভালই তো হল। পরপর ম্যাচ খেলতে হচ্ছে। কলকাতা থেকে দু’ঘণ্টা বাসে করে গিয়ে ম্যাচ খেলতে হয়। বুধবার অন্তত বিশ্রাম নিয়ে নামা যাবে মাঠে।’’
ময়দানের পুলিশী-অত্যাচারে নিয়মিত ম্যাচ বন্ধ দেখে অভ্যস্ত ভুক্তভোগী কর্তারা অবশ্য পুরো ঘটনা জেনে চমকে গিয়েছেন। তাদের অনেকেরই ধারণা শাসক দলের চাপেই এটা হচ্ছে। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, ‘‘কারও চাপে নয়, সূচি বিঘ্ন হলে সমস্যা বাড়বে। তাই খরচ হলেও ম্যাচ করতেই হচ্ছে। ইতিমধ্যেই তিনটি ম্যাচ বাতিল হয়েছে। সেগুলোর তারিখ ঠিক করতে হবে। স্পনসরদের কথাও ভাবতে হচ্ছে।’’ বারাসতের ম্যাচ হলেও গয়েশপুরে প্রিমিয়ার লিগের সেনা একাদশ-সাইয়ের ম্যাচ হবে কী না তা নিয়ে সোমবার রাত পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। ময়দানের অন্য ম্যাচ নিয়েও সমস্যা আছে।

Advertisement

এ দিকে মোহনবাগান-টালিগঞ্জ অগ্রগামী ম্যাচে অনূর্ধ্ব-২৩ ফুটবলার খেলানো নিয়ে যে বিতর্ক হয়েছে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে দু’একদিনের মধ্যেই লিগ সাব কমিটির সভা ডাকছে আইএফএ। জানা গিয়েছে, ডার্বির আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছে আইএফএ। কারণ তাদের ধারণা ডার্বি ম্যাচে বাগান জিতে গেলে পরে পয়েন্ট কাটতে সমস্যা হবে। সচিব উৎপলবাবু বললেন, ‘‘কথাবার্তা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেব। ডার্বির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’’ জানা গিয়েছে, সঞ্জয় সেনের টিমের পয়েন্ট কাটার পাশাপাশি রেফারিদেরও শাস্তি দিতে পারে আইএফএ। বিশেষ করে ম্যাচ কমিশনার ও চতুর্থ রেফারির উপর বিরক্ত আইএফএ কর্তারা। কর্তাদের বক্তব্য, মাঠে যে বাগানের অনূর্ধ্ব-২৩ ফুটবলার নেই সেটা এঁদের দেখা উচিত ছিল। সে জন্য শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হচ্ছে। সভায় বাগান ম্যানেজারের সঙ্গে ডাকা হচ্ছে রেফারিদেরও।

Advertisement

মঙ্গলবারে কলকাতা ফুটবল লিগ

মহমেডান: টালিগঞ্জ অগ্রগামী (বারাসত, ৩-৩০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন