U-17 World Cup

যে পথে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে পারে ভারত

আমেরিকার কাছে মাতোসের দল হেরেছে ৩-০ গোলে। অপর খেলায়, কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে অমরজিত সিংহ কিয়ামের দল। তবে, দু’টি ম্যাচে হারলেও এখনও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা রয়েছে ভারতের জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ১৯:৩১
Share:

ভারত বনাম আমেরিকা ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এএফপি।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গ্রুপ লিগের দু’টি ম্যাচে ভাল খেলেও হারতে হয়েছে ভারতকে। আমেরিকার কাছে মাতোসের দল হেরেছে ৩-০ গোলে। অপর খেলায়, কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে অমরজিত সিংহ কিয়ামরা। তবে, দু’টি ম্যাচে হারলেও এখনও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা রয়েছে ভারতের জন্য।

Advertisement

আরও পড়ুন: ভবিষ্যতের নেইমার আজ ভারতের বিরুদ্ধে

আরও পড়ুন: প্রতি মাসের প্রথম বুধবার মালি দলের ড্রয়িংরুমে হাজির বলিউড

Advertisement

দেখে নেওয়া যাক কোন পথে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে ভারত:

১. ঘানার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে ভারতকে। শুধু জিতলেই হবে না, জিততে হবে কমপক্ষে চার গোলের ব্যবধানে।

২. ভারত জিতলেই হবে না, গ্রুপের শেষ ম্যাচে কলম্ববিয়াকে বড় ব্যাবধানে হারত হবে আমেরিকার কাছে।

৩. ঘানাকে ৪ গোলের ব্যবধানে হারাতে না পারলেও স্রেফ যদি ঘানার থেকে তিন পয়েন্ট নিতে সমর্থ হয় ভারত, তাহলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভাগ্যের উপর নির্ভর করতে হবে তরুণ ভারতীয় দলকে। কারণ নিয়ম অনুযায়ী চারটি তৃতীয় স্থান অর্জনকারী দল পরের রাউন্ডে যাবে।

৪. ঘানাকে ভারত যদি পাঁচ গোলের ব্যাবধানে হারাতে পারে, তাহলে কোনও হিসাব নিকাশের উপর ভরসা করতে হবে না ভারতীয় দলকে। দ্বিতীয় দল হিসেবে সরাসরি কোয়ালিফাই করে যাবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement