রুদ্ধশ্বাস ম্যাচে হার বাঁচালেন বঙ্গযোদ্ধারা

চলতি প্রো-কবাডি লিগে বঙ্গযোদ্ধারা তাঁদের শক্তিশালী আক্রমণ ভাগের জন্য সব ম্যাচেই বিপক্ষকে কাবু করছেন দ্বিতীয়ার্ধে। এ দিনও তার অন্যথা হয়নি। প্রথমার্ধে ১৮-১৪ ফলে এগিয়েছিল পটনা পাইরেটস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৪:০০
Share:

প্রো-কবাডি লিগে দুরন্ত ফর্মে ছুটছে বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স। রবিবার রাঁচিতে বঙ্গযোদ্ধারা ড্র করলেন গত বছরের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস-এর বিরুদ্ধে। ম্যাচের ফল ৩৭-৩৭। এ দিন ড্রয়ের ফলে ‘জোন বি’-তে ১৬ ম্যাচের পর বেঙ্গল ওয়ারিয়র্স-এর পয়েন্ট দাঁড়াল ৫৩। গ্রুপে অন্যতম শক্তিশালী দল পটনা পাইরেটস-কে দ্বিতীয় স্থানে রেখে শীর্ষে রইলেন বঙ্গযোদ্ধারা।

Advertisement

ম্যাচ শেষে বেঙ্গল ওয়ারিয়র্স কোচ কেকে জগদীশ বললেন, ‘‘এ বার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আমাদের। তা পূর্ণ করতেই এগিয়ে যাচ্ছি আমরা।’’

চলতি প্রো-কবাডি লিগে বঙ্গযোদ্ধারা তাঁদের শক্তিশালী আক্রমণ ভাগের জন্য সব ম্যাচেই বিপক্ষকে কাবু করছেন দ্বিতীয়ার্ধে। এ দিনও তার অন্যথা হয়নি। প্রথমার্ধে ১৮-১৪ ফলে এগিয়েছিল পটনা পাইরেটস। কিন্তু দ্বিতীয়ার্ধে বঙ্গযোদ্ধাদের রেইডার মনিন্দর সিংহের দাপটে ম্যাচের ফল দাঁড়ায় বেঙ্গল ওয়ারিয়র্স-এর পক্ষে ২৩-১৯। ফলে দুই অর্ধের ফল যোগ হয়ে ম্যাচ ড্র হয়ে যায়।

Advertisement

এ দিনও বঙ্গযোদ্ধাদের হয়ে অনবদ্য পারফর্ম করলেন রেইডার মনিন্দর সিংহ। ১৮ টি আক্রমণ করে তিনি একাই আনেন ১৫ পয়েন্ট। মনিন্দরের মতোই রক্ষণেও ভাল খেললেন অধিনায়ক সুরজিৎ সিংহ। চাপের মুখে তিনিও আনলেন তিনটি ট্যাকল পয়েন্ট। উল্টোদিকে পটনা পাইরেটস-এর হয়ে আক্রমণে ১৩ পয়েন্ট আনেন তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় প্রদীপ নারওয়াল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে এক সময় ২৩-৩১ পয়েন্টে পিছিয়ে ছিলেন বঙ্গযোদ্ধারা। কিন্তু সেখান থেকে মনিন্দর একক কৃতিত্বে হার বাঁচান বেঙ্গল ওয়ারিয়র্স-এর। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগেও ৩০-৩৭ পিছিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু সেই জায়গা থেকে বাংলার দলটির জন্য আক্রমণে গিয়ে সাত পয়েন্ট তুলে এনে ম্যাচ ড্র করে দেন বঙ্গযোদ্ধাদের দুই রেইডার রণ সিংহ এবং মনিন্দর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন