India vs England 2021

ফের ঝামেলা, মাঠের মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন কোহলী-বাটলার, দেখুন ভিডিয়ো

ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বিরাট কোহলীর ঝামেলা অব্যাহত থাকল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১১:৪১
Share:

আম্পায়ারের সঙ্গে কথা বলছেন কোহলী। ছবি পিটিআই

ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বিরাট কোহলীর ঝামেলা অব্যাহত থাকল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও। শনিবার জস বাটলারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন কোহলী।

Advertisement

ভিডিয়োয় দেখে যা বোঝা গিয়েছে তাতে মনে হয়েছে, আউট হয়ে ফেরার সময় কোহলীর উদ্দেশে কিছু বলেছিলেন বাটলার, যা মেনে নিতে পারেননি ভারত অধিনায়ক। পাল্টা উত্তর দিতে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

ঠিক যখন ভারতের উপর জাঁকিয়ে বসছিল ইংল্যান্ড, তখনই ফেরেন বাটলার। ১২.৫ ওভারে ১৩০ রানে ১ উইকেট ছিল ইংল্যান্ডের। বাটলার আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারত। তাই বাটলার ফেরার পরে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

মাঠেই কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় করেন কোহলী এবং বাটলার। এরপর ইংরেজ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরতে দেখা যায়। পরে আম্পায়ার নীতিন মেননের সঙ্গেও কথা বলেন কোহলী। সম্ভবত বাটলারের সঙ্গে তাঁর কী হয়েছে সেটাই বোঝাচ্ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement