Sports

ধবনের ক্যাচ মিস করেই সিরিজ থেকে ছিটকে গেলেন গুণরত্নে

লাহিরু কুমারার বলে শিখর ধবনের তোলা বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান গুণরত্নে। চোটের তীব্রতা এতটাই গুরুতর ছিল যে বল হাতে লাগা মাত্রই, যন্ত্রণায় মাঠে লুটিয়ে পরেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১৮:৪১
Share:

চোট পেয়ে মাঠে লুটিয়ে পরেছেন গুণরত্নে। ছবি: গেটি ইমেজ।

গল টেস্টের প্রথম দিনই বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। হাতে চোট পেয়ে ভারতের বিপক্ষে চলতি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার আসেলা গুণরত্নে। লাহিরু কুমারার বলে শিখর ধবনের তোলা বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান গুণরত্নে। চোটের তীব্রতা এতটাই গুরুতর ছিল যে বল হাতে লাগা মাত্রই, যন্ত্রণায় মাঠে লুটিয়ে পরেন তিনি। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে চিকিৎসার জন্য কলম্বো নিয়ে যাওয়া হয়েছে আসেলাকে। পরে তাঁর চোট পরীক্ষা করে শ্রীলঙ্কা ক্রিকেট মেডিক্যাল কমিটির সদস্য অর্জন ডি’সিলভা বলেন,“গোটা টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবেন না গুণরত্নে। খুব শীঘ্রই ওঁর আঙুলে অস্ত্রোপচার হবে। এই ধরণের চোটে কমপক্ষে ছ’সপ্তাহের বিশ্রাম নিতে হয়।”

Advertisement

আরও পড়ুন: এই ক্যাচও ধরা সম্ভব! দেখুন ভিডিও

ডি’সিলভা আরও বলেন, “শুধু টেস্ট বা ওয়ানডেই নয়, সম্ভবত টি২০-তেও গুণরত্নের সার্ভিস পাবে না শ্রীলঙ্কা।”

Advertisement

উল্লেখ্য, গল টেস্টের আগেই নিউমোনিয়ার কারণে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমাল। এ বার আঙুলের চোটে আসেলা গুণরত্নের ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার শক্তি অনেকটাই কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement