Cricket

৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

অ্যাডিলেড টেস্টে পঞ্চম দিনে ঐতিহাসিক জয় পেল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরত গেলেন হ্যাজেলউড। ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০৮:২৭
Share:

জয়ের পর উচ্ছ্বাসে মাতোয়ারা টিম ইন্ডিয়া।

অ্যাডিলেড টেস্টে পঞ্চম দিনে ঐতিহাসিক জয় পেল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরত গেলেন হ্যাজেলউড। ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের।

Advertisement

পঞ্চম দিনের খেলার শুরুতেই গত ইনিংসে অজি দলের পক্ষে সর্বাধিক রান সংগ্রহকারী ট্রাভিস হেডকে দুর্দান্ত বাউন্সারে পরাস্ত করেন ইশান্ত শর্মা। গালিতে অজিঙ্ক রাহানের হাতে ধরা পরেন তিনি। আউট হওয়ার আগের তাঁর অবদান মাত্র ১৪।

ভালই ব্যাটিং করছিলেন সাম্প্রতিককালে ফর্মে না থাকা শন মার্শ। কিন্তু ব্যক্তিগত ৬০ রানে যশপ্রীত বুমরার বলে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

Advertisement

আরও পড়ুন: ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৮৬/৬। অজি অধিনায়ক টিম পেইন ৪০ রানে ও প্যাট কামিন্স ৫ রানে ব্যাটিং করছিলেন। বিরতির পরে দ্বিতীয় ওভারেই বুমরা ফিরিয়ে দেন টিম পেইনকে। পুল করতে গিয়ে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন তিনি। ২৮ রান করে মহম্মদ শামির বলে সেই পন্থের হাতেই ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্টার্ক। প্রতিরোধ গড়ে তুলছিলেন কামিন্স। ২৮ রানের মাথায় তাঁকেও ফিরিয়ে দেন বুমরা।

আরও পড়ুন: পাঁচ মহাদেশেই টেস্ট জয়, প্রথম এশীয় ক্যাপ্টেন হিসেবে নজির বিরাট কোহালির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন