Sports News

ভারত-বাংলাদেশ টেস্ট হচ্ছে, বাকিটা রটনা

রবিবারই শোনা গিয়েছিল ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন করতে পারবে না হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমটাই নাকি তারা জানিয়ে দিয়েছে। সোমবার তার জবাব দিলেন এইচসিএ-র সচিব কে জন মনোজ। এক কথায় এটিকে রটনা বলে উড়িয়ে দিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ১৬:৩৬
Share:

রবিবারই শোনা গিয়েছিল ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন করতে পারবে না হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমটাই নাকি তারা জানিয়ে দিয়েছে। সোমবার তার জবাব দিলেন এইচসিএ-র সচিব কে জন মনোজ। এক কথায় এটিকে রটনা বলে উড়িয়ে দিলেন তিনি। এমনটা যে ঘটেনি সেটা পরিষ্কার জানিয়ে তিনি বলেন, ‘‘এইচসিএ টেস্ট আয়োজন করার ব্যাপারে কখনওই এমন মনোভাব দেখায়নি। আজ ওই টেস্টের বিজ্ঞাপনের জন্য টেন্ডারও ডাকা হয়েছে। এই টেস্টকে ঘিরে আরও কিছু চুক্তি আগামী দু’দিনের মধ্যেই করব। আমি জানি না কে এই মিথ্যেটা রটালো।’’

Advertisement

যদিও ফান্ড সমস্যা রয়েছে সব রাজ্য অ্যাসোসিয়েশন গুলোতে। সুপ্রিম কোর্টে্র নির্দেশে আগেই বিসিসিআই রাজ্য অ্যাসোসিয়েশন গুলোর টাকা আটকে দিয়েছিল। কিন্তু ম্যাচ আয়োজনের সময় ছাড়ও দেওয়া হয়েছিল। এই অবস্থায় বাংলাদেশ টেস্টের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সচিব বলেন, ‘‘সব সংস্থাকেই সুপ্রিম কোর্টের থেকে ছাড়পত্র পেতে হবে। সবার জন্যই একটা নির্দিষ্ট ফান্ড অ্যাপেক্স কোর্ট দিয়ে রেখেছে। কোনও টেস্ট ম্যাচ বাতিল হয়েছে? আর একটা টেস্ট আয়োজন করার জন্য আমরা বিজ্ঞাপন থেকেই পর্যাপ্ত টাকা তুলে নিতে পারব।’’

শুধু তাই নয় বাংলাদেশ এই ম্যাচের বেশ কিছুদিন আগে এসে একটি তিন দিনের অনুশীলন ম্যাচও খেলতে চাইছে। তাতেও আপত্তি নেই এইচসিএ-র। এক সপ্তাহ আগে ভারতে চলে আসার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সচিব অবশ্য সরাসরি বিসিসিআই-এর বাতিল কর্তাদের দিকেই আঙুল তুলেছেন, ‘‘আমার বিশ্বাস এই রটনা সেই সব বিসিসিআই কর্তারাই করছেন যাঁরা অপসারিত। তাই আবারও বলছি, হায়দরাবাদ টেস্ট ম্যাচ আয়োজন করছে।’’

Advertisement

আরও খবর: শাস্ত্রীর সেরা অধিনায়কের তালিকায় নেই সৌরভ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement