নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ভারত

নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ যুব দল। ঢাকায় কিউয়িদের ১২০ রানে হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। দিন দু’য়েক আগে নেপালের কাছে হেরে টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। ডু অর ডাই ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শনিবার ভারতের বিরুদ্ধে জিততেই হত ব্ল্যাক ক্যাপসদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৩৭
Share:

জয়ী ভারতীয় যুব দল। ছবি: টুইটার।

নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ যুব দল। ঢাকায় কিউয়িদের ১২০ রানে হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

Advertisement

দিন দু’য়েক আগে নেপালের কাছে হেরে টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। ডু অর ডাই ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শনিবার ভারতের বিরুদ্ধে জিততেই হত ব্ল্যাক ক্যাপসদের। অন্য দিকে আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুতে কিছুটা হোঁচট খেলেও পরে বেশ ভাল ভাবেই ম্যাচ জেতে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।

এ দিনও শুরুটা ভাল হয়নি ভারতের। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক জস ফিনি। পঞ্চম ওভারের প্রথম বলেই আউট হন ইশান। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন রিকি ভুঁই। ১৯ রানে দু’উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন ঋষভ পন্থ এবং গত ম্য়াচের নায়ক সরফরাজ খান। হাফ সেঞ্চুরি করেন দু’জনেই। মিডল অর্ডারে ভাল রান করেন আরমান জাফর এবং মাহিপাল লোমরোর।

Advertisement

২৫৯ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে আবেশ খানের পেসের সামনে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ১৬ রানের মধ্যে প্রথম চার উইকেট হারায় তারা। সবক’টি উইকেটি পান আবেশ। সেই ধাক্কা আর সামলাতে পারেন কিউয়িরা। টপ অর্ডার আবেশের বলে আউট হওয়ার পর মিডল এবং লোয়ার মিডল অর্ডারকে একাই শেষ করে দেন লোমরোর। ৪৭ রানে ৫ উইকেট নেন তিনি। ৩২ ওভারের মধ্যেই ১৩৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আবেশ।

পর পর দু’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারত। আর নেপাল এবং ভারতের কাছে পর পর হেরে ছিটকে গেল নিউজিল্যান্ড।

আরও খবর:
সরফরাজে শেষ আইরিশ চ্যালেঞ্জ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement