জার্মানিকে রুখে দিল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে প্রথম ম্যাচেই জার্মানিকে হারানোর মোক্ষম সুযোগ হারাল ভারত। অলিম্পিক্স চ্যাম্পিয়ন জার্মানদের বিরুদ্ধে সর্দার সিংহরা তিন বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হল ৩-৩। হুটার বাজার তিন মিনিট আগে তৃতীয় গোল শোধ করে দেয় জার্মানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৯:১১
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে প্রথম ম্যাচেই জার্মানিকে হারানোর মোক্ষম সুযোগ হারাল ভারত। অলিম্পিক্স চ্যাম্পিয়ন জার্মানদের বিরুদ্ধে সর্দার সিংহরা তিন বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হল ৩-৩। হুটার বাজার তিন মিনিট আগে তৃতীয় গোল শোধ করে দেয় জার্মানি।

Advertisement

এ দিন ছ’মিনিটে ভিআর রঘুনাথ ভারতকে এগিয়ে দিয়েছিলেন পেনাল্টি কর্নার থেকে গোল করে। এর পর মনদীপ সিংহ ২৬ মিনিটে এবং ৩২ মিনিটে হরমনপ্রীত সিংহ ৩-১ এগিয়ে দেন ভারতকে। কিন্তু ডিফেন্স শেষ পর্যন্ত চাপ না রাখতে পারায় এগিয়ে থাকার সুবিধে নিতে পারলেন না সর্দাররা। মোট ৯টি পেনাল্টি কর্নার ভারতের ডিফেন্সের ভুলে আদায় করে নিয়েছিল জার্মানি। যেখানে ভারতীয় স্ট্রাইকাররা পান মোটে চারটি পেনাল্টি কর্নার। তার মধ্যে আবার ন’নম্বর পেনাল্টি কর্নার জার্মানি পায় ৫৭ মিনিটে। ডিফেন্ডার প্রদীপ মোরের গায়ে পেনাল্টি কর্নার লাগলে পেনাল্টি স্ট্রোক পায় জার্মানি। জোনাস গমোল জার্মানিকে সমতায় ফেরানোর এ সুযোগ নষ্ট করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement