আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই টি২০ বিশ্বকাপ খেলতে নামছে ভারত। শীর্ষেই ছিলেন ধোনিরা। সোমবারের নতুন র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ স্থান ধরে রাখল ভারতীয় দল। এশিয়া কাপে মীরপুরে বাংলাদেশেকে হারিয়ে যখন শীর্ষস্থান নিজেদের দখলেই রাখল ভারত তখন জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজ ড্র হয়ে যাওয়ায় যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকল দক্ষিণ আফ্রিকা। ভারতের পয়েন্ট ১২৭। যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা দুই দলের পয়েন্ট ১১৮। তিন নম্বরে ১১৬ পয়েন্ট নিয়ে রয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশে রানার্স হয়েও থেকে গেল ১০ নম্বরে।
টি২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। এর পর সেরা দশে আর কেউ নেই। ১১ নম্বরে রোহিত শর্মা, ১৬তে সুরেশ রায়না, ২২ নম্বরে যুবরাজ সিংহ, ৪৩ এ ধোনি ও ৪৮ এ শিখর ধবন। শীর্ষে রয়েছেন অ্যারণ ফিঞ্চ। তৃতীয় স্থানে ডুপ্লেসি। বোলিংয়ে দ্বিতীয় স্থান দখল করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে রয়েছেন সুনীল নারিন। তিনে ইমরান তাহির। সেরা দশে ঢুকে এসেছেন সাকিব আল হাসানও।১১ নম্বরে রয়েছে ভারতের রবীন্দ্র জাদেজা।
আরও খবর
সকালে শহরে পৌঁছে বিশ্রামে ক্লান্ত ধোনিরা