রিওতে ভারত

বুধবার কেমন কাটল ভারতীয়দের? বৃহস্পতিবারই বা কোন ইভেন্টে দেখা যাবে দেশীয় তারকাদের। এক ঝলকে তার খতিয়ান

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৪:০১
Share:

স্বপ্নের শেষ কান্নায়। বুধবার বিনেশ ফোগত। ছবি: রয়টার্স।

বুধবারের ভারত

Advertisement

ব্যাডমিন্টন মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে জিতলেন পিভি সিন্ধু। পুরুষদের কোয়ার্টার ফাইনালে হারলেন কিদাম্বি শ্রীকান্ত।

অ্যাথলেটিক্স মেয়েদের ৮০০ মিটার হিটে ৬৪ জনের মধ্যে ২৯তম ও বিদায় টিন্টু লুকার।

Advertisement

ফ্রিস্টাইল কুস্তি মেয়েদের ৪৮ কেজি কোয়ার্টার ফাইনালে বিনেশ ফোগত হাঁটুতে চোট পেয়ে ওয়াকওভার দেন।

সাক্ষী মালিক রেপেশাজ রাউন্ডের প্রথম ম্যাচ জেতার পরে ব্রোঞ্জ পদক ম্যাচে কিরগিজস্তানের আইসুলুকে হারলেন।

আজ রিওয়

ব্যাডমিন্টন মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে সিন্ধু (সন্ধে ৭-৩০)

গল্ফ মেয়েদের দ্বিতীয় রাউন্ডে অদিতি অশোক (বিকেল ৪-০০)

ফ্রিস্টাইল কুস্তি ৫৩ কেজি ববিতা কুমারী (সন্ধে ৬-৫৪)

ওয়াডা শুনানি ছাড় পাবেন নরসিংহ? (বিকেল ৫-৩০)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement