ভারত ফেভারিট, ওদের ভুল প্রমাণ করতে ভাল লাগবে

দেশ টি-টোয়েন্টি সিরিজ হারলে সমর্থকরা বলেন, ‘‘টি-টোয়েন্টিতে যা খুশি হতে পারে।’’ কিন্তু জিতলে তাঁরা সামনে বড় কিছুর ইঙ্গিত দেখেন। সে রকমই, আমরা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতাকে, ওয়ান ডে সিরিজে ভাল কিছু আসার ইঙ্গিত হিসেবেই দেখছি। টি-টোয়েন্টি আগের মতো আর ‘চান্স’ ক্রিকেট নয় এখন। আমি দেখেছি এ রকম একটা সিরিজে নামার আগে কতটা পরিকল্পনা আর প্রস্তুতি থাকে। জানি দু’প্লেসি আর রাসেল ডমিংগো প্রস্তুতিতে কোনও খুঁত রাখেনি।

Advertisement

ডেল স্টেইন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ০৪:৪৮
Share:

বিপর্যয়ের পর। ইডেনে আজ, রবিবার ওড়িশা অনূর্ধ্ব উনিশ বনাম ঝাড়খণ্ড উনিশ টিমের ম্যাচের আগে যে ভাবে ঢেকে ফেলা হচ্ছে মাঠ। প্রায় বারো জন বাড়তি মাঠকর্মী আনা হল। রাতের মধ্যে পুরো ইডেনই ঢেকে ফেলা হল। ছবি: উৎপল সরকার

দেশ টি-টোয়েন্টি সিরিজ হারলে সমর্থকরা বলেন, ‘‘টি-টোয়েন্টিতে যা খুশি হতে পারে।’’ কিন্তু জিতলে তাঁরা সামনে বড় কিছুর ইঙ্গিত দেখেন।
সে রকমই, আমরা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতাকে, ওয়ান ডে সিরিজে ভাল কিছু আসার ইঙ্গিত হিসেবেই দেখছি।
টি-টোয়েন্টি আগের মতো আর ‘চান্স’ ক্রিকেট নয় এখন। আমি দেখেছি এ রকম একটা সিরিজে নামার আগে কতটা পরিকল্পনা আর প্রস্তুতি থাকে। জানি দু’প্লেসি আর রাসেল ডমিংগো প্রস্তুতিতে কোনও খুঁত রাখেনি। তাই এই সাফল্যটা ওদের প্রাপ্য।
জানি না, ভারতীয় দল আত্মতুষ্ট ছিল কি না। যদি থাকে, তা হলে এ বার আমাদের লড়াই আর জেতার সঙ্কল্পের ব্যাপারে ওরা সতর্ক থাকবে।
দুটো সীমিত ওভারের সিরিজ পাচ্ছি আমরা টেস্টের যুদ্ধে নামার আগে।
এ ভাবে টানা দুটো সিরিজে আন্ডারডগ হিসেবে প্রস্তুতির আরামদায়ক অভিজ্ঞতাটা আমাদের কমই হয়েছে। টি-টোয়েন্টিতে ভারত ফেভারিট হিসেবে নেমেছিল, এটা নিয়ে কারও সন্দেহ ছিল বলে মনে হয় না। একই কথা বলা যায় ওয়ান ডে- ক্ষেত্রেও। ঘরের মাঠের সুবিধা, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এটাই বোঝায় এমএস আর তাঁর টিমের সিরিজে জেতা উচিত। এটা আমার বেশ লাগে। কেন না, মানুষকে ভুল প্রমাণ করতে আমি ভালবাসি।
হাসিম আমলা আর এবি ডে’ভিলিয়ার্স গত চার বছরে আমাদের সবেচেয়ে ধারাবাহিক পারফর্মার, ম্যাচ উইনার। যে জন্য অনেকে মনে করেন আমরা ওদের উপর অতিরিক্ত নির্ভরশীল। যেটা বেশ অদ্ভুত লাগে। যেন বিশ্বের সেরা দুই ব্যাটসম্যান দলে থাকাটা মোটেই ভাল ব্যাপার নয়। সত্যি কথা বলতে, না থাকার চেয়ে ওদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আমার কাছে বেশি পছন্দসই।
আশা করি ওয়ান ডে সিরিজে বোলাররাও বিরাট ভূমিকা নেবে। কোনও সন্দেহ নেই সিরিজে দুর্দান্ত কয়েকটা ব্যাটিং পিচ থাকবে। প্রচুর রানও উঠবে। এ ব্যাপারটাও আমার বেশ পছন্দের। গত ছ’-সাত বছরে আমার ক্যাপ্টেন, যখন উইকেট প্রয়োজন পড়েছে, আমার হাতে বলটা তুলে দিয়েছে। এই দায়িত্বটা আমি বেশ উপভোগ করি।

Advertisement

পাশাপাশি ইমরান তাহির আর জেপি দুমিনি স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবে। স্পিনের একটা বড় গুরুত্ব থাকবে সিরিজে। তবে ধীর গতির, ঘাসহীন পিচেও কিন্তু জোরে বোলারদের জন্য সুযোগ থাকে। যেটা আর একটা উপভোগ্য চ্যালেঞ্জ। আমার জন্য। দলের বাকি জোরে বোলারদের জন্যও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন