ভারতের প্রতিপক্ষ হয়তো পাক

মলদ্বীপের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হলেও খুব একটা স্বস্তিতে নেই কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘এ বার আমাদের দলে তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারের সংখ্যাই বেশি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭
Share:

সাফ কাপের শেষ চারে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তার আগে অবশ্য আজ, রবিবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মলদ্বীপের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছেন শুভাশিস বসুরা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হলে পাকিস্তানের মুখোমুখি হবেন তাঁরা। হারলে রানার্স হিসেবে খেলবে নেপালের বিরুদ্ধে।

Advertisement

মলদ্বীপের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হলেও খুব একটা স্বস্তিতে নেই কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘এ বার আমাদের দলে তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারের সংখ্যাই বেশি।’’ ভারত ও মলদ্বীপ এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। মলদ্বীপ জিতেছে মাত্র দু’বার। দু’বছর আগে মলদ্বীপকে হারিয়েই ফাইনালে উঠেছিল ভারত। স্টিভন যদিও অতীতকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর কথায়, ‘‘ইতিহাসের প্রতি আমার খুব একটা অনুরাগ নেই।’’ ভারতীয় দলের কোচ চিন্তিত সার্থক গলুই ও আশিক কুরিয়নকে নিয়েও। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’জনেই হলুদ কার্ড দেখেছেন। স্টিভন বলছেন, ‘‘আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। ফের যদি ওরা কার্ড দেখে, তা হলে সমস্যা বাড়বে।’’ এ দিকে, শনিবার নেপালের কাছে ০-২ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল আয়োজক দেশ বাংলাদেশ।

সাফ কাপ: ভারত বনাম মলদ্বীপ (সন্ধে ৬.৩০, ডিডি স্পোর্টসে)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement