ইংল্যান্ডে আরও তৈরি হয়ে যেতে হবে, বলছেন দ্রাবিড়

ইংল্যান্ডে সম্প্রতি ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও বিরাট কোহালিদের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়, যাঁর নেতৃত্বে ইংল্যান্ডে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। প্রাক্তন এই অধিনায়কের মতে, ‘‘ইংল্যান্ডের পরিবেশ ব্যাটিংয়ের পক্ষে অত্যন্ত প্রতিকূল ছিল।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৬
Share:

কিংবদন্তি: কোহালিদের পাশে দাঁড়ালেন দ্রাবিড়। ফাইল চিত্র

ইংল্যান্ডে সম্প্রতি ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও বিরাট কোহালিদের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়, যাঁর নেতৃত্বে ইংল্যান্ডে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। প্রাক্তন এই অধিনায়কের মতে, ‘‘ইংল্যান্ডের পরিবেশ ব্যাটিংয়ের পক্ষে অত্যন্ত প্রতিকূল ছিল।’’

Advertisement

কপিল দেবের ভারত ১৯৮৬-তে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতে আসার পরে রাহুল দ্রাবিড়ের দলই প্রথম ও শেষবার সে দেশ থেকে টেস্ট সিরিজ জয় করে ফেরে। ২০০৭-এ সেই সিরিজ জয় করে ফিরলেও ভারত চার বছর পরে যখন ফের ইংল্যান্ডে টেস্ট সফরে যায়, তখন ০-৪ হেরে ফেরে। দ্রাবিড় অবশ্য সেই সফরে তিনটি সেঞ্চুরি করেছিলেন।

ইংল্যান্ডে ভাল ব্যাটিংয়ের উপায় তাঁর রপ্ত। কিন্তু এ বার বিরাট কোহালি যে সফরে গিয়েছিলেন, সেই সময় ইংল্যান্ডের পরিবেশ ব্যাটিংয়ের পক্ষে মোটেই সহায়ক ছিল না বলে মনে করেন দ্রাবিড়। এই নিয়ে তিনি বলেন, ‘‘ওখানে ব্যাটিংয়ের পক্ষে অনুকূল পরিবেশ ছিল না। তাই দুই দলের ব্যাটসম্যানদেরই ওই সিরিজে ভুগতে হয়েছে। বিরাট কোহালি ছাড়া অন্য ব্যাটসম্যানদের পক্ষে মোটেই ভাল পরিবেশ ছিল না। ইংল্যান্ডে আমি অনেকবারই খেলেছি। ওখানে পরিবেশ প্রতিকূল হয় ঠিকই। কিন্তু পাঁচ টেস্টের সব ক’টাতেই পরিবেশ কঠিন হয়ে ওঠাটা বিরল।’’

Advertisement

তবে যা হয়ে গিয়েছে, তা নিয়ে আর বেশি ভাবতে চান না প্রাক্তন ভারত অধিনায়ক। বরং সামনের দিকে তাকাতেই বেশি আগ্রহী তিনি। দিল্লিতে একটি হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, ‘‘পরের বার ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আরও ভাল প্রস্তুতি নেওয়া দরকার। যাতে যত প্রতিকূল পরিবেশই হোক, তার মোকাবিলা করা যায়।’’

ইংল্যান্ডে এ বার ভারত ১-৪ হেরে ফিরলেও কোচ রবি শাস্ত্রী মন্তব্য করেন, ‘‘গত ১৫-২০ বছরে বিদেশে খেলা এটাই ভারতের সবচেয়ে ভাল দল।’’ যা নিয়ে অনেকেই আপত্তি করেছেন। এই নিয়ে দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা নিয়ে বোধহয় একটু বেশিই বাড়াবাড়ি হয়েছে। শাস্ত্রী কী মনে করেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার কাছে আসল কথা হল, ওখানে আমরা কী শিখলাম বা পরের বার কোনও শিক্ষা নিয়ে আমরা ওখানে যেতে পারি। আমরাই সেরা কি না, তা নিয়ে আমার মাথাব্যথা নেই।’’ দ্রাবিড় মনে করেন এ বার ভারতের যা দল ছিল, তাতে ইংল্যান্ডে সিরিজ জয়ের একটা সুযোগ ছিল। বলেন, ‘‘সত্যিই এ বার আমাদের দলটা খুব ভাল ছিল। বোলিংটাও খুব ভাল ছিল। তা সত্ত্বেও তা কাজে এল না।’’ দ্রাবিড় মনে করেন, ‘‘আমাদের ছেলেরা পুরো টেস্ট সিরিজেই যথেষ্ট লড়াই করলেও, তারা কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন