Firoz Shah Kotla

১৯ অক্টোবর ‘করভা চৌথ’, পিছিয়ে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

১৯ অক্টোবর ‘করভা চৌথ’। যার ফলে বদলে গেল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ান ডের দিন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল এই ম্যাচ। দিন বদলে করা হল ২০ অক্টোবর। একদিন পিছিয়ে দেওয়া হল তৃতীয় একদিনের ম্যাচ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১১
Share:

১৯ অক্টোবর ‘করভা চৌথ’। যার ফলে বদলে গেল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ান ডের দিন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল এই ম্যাচ। দিন বদলে করা হল ২০ অক্টোবর। একদিন পিছিয়ে দেওয়া হল তৃতীয় একদিনের ম্যাচ। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এই পরিবর্তনের কথা জানানো হয়। সিনিয়র বিসিসিআই এবং ডিডিসিএ-র সহ-সভাপতি সিকে খান্না জানিয়েছেন, এই দিন বদল বিসিসিআই মেনে নিয়েছে। তিনি বলেন, ‘‘আমরা বিসিসিআইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুরোধ মেনে নেওয়ার জন্য। আমরা চিঠিও পেয়ে গিয়েছি।’’

Advertisement

ডিডিসিএ-র তরফে বিসিসিআই সচিব অজয় শির্কেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল পুরো বিষয়টি। কী কারণে ম্যাচের দিন পরিবর্তন করতে চাইছে দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন। কারণ উত্তর ভারতে এই ‘করভা চৌথ’ খুবই গুরুত্বপূর্ণ উৎসব। যার ফলে এই ম্যাচের টিকিট বিক্রিতে প্রভাব পড়বে। একদিনের পরিবর্তন ফিক্সচারে বিশেষ প্রভাব ফেলবে না বলেই এই দিন পরিবর্তন করতে কোনও সমস্যা হয়নি বিসিসিআই-এর।

আরও খবর

Advertisement

মাথায় চোট পেয়ে হাসপাতালে প্রজ্ঞান ওঝা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement