চারে চার লক্ষ্য সীমার

হরিয়ানার এই অভিজ্ঞ অ্যাথলিট ২০০৬, ২০১০ ও ২০১৪— এই তিন বছরেই কমনওয়েলথ গেমস থেকে পদক এনেছিলেন। এ বার চারে চার লক্ষ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৩:০৩
Share:

মরিয়া: কমনওয়েলথ গেমসে পদক জিততে আত্মবিশ্বাসী সীমা।

গত তিন বারের মতো এ বারও কমনওয়েলথ গেমস থেকে পদক নিয়েই ফেরার আশায় গোল্ড কোস্টে যাচ্ছেন ভারতের ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া। হরিয়ানার এই অভিজ্ঞ অ্যাথলিট ২০০৬, ২০১০ ও ২০১৪— এই তিন বছরেই কমনওয়েলথ গেমস থেকে পদক এনেছিলেন। এ বার চারে চার লক্ষ্য।

Advertisement

এ বারই শেষ কমনওয়েলথ গেমস তাঁর। তাই খালি হাতে ফিরতে চান না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তুতি নিচ্ছেন সীমা। সেখান থেকে সংবাদসংস্থাকে বলেন, ‘‘এটা আমার চতুর্থ কমনওয়েলথ গেমস। এ বারও পদক আনার ব্যাপারে আত্মবিশ্বাসী আমি।’’ ২০০৪ থেকে ২০১৬-র মধ্যে তিনটি অলিম্পিক্সে অংশ নিয়েছেন সীমা। ২০১৪-র এশিয়ান গেমসেও গিয়েছিলেন তিনি। এখন তাঁর লক্ষ্য ২০২০-র অলিম্পিক্স। বলেন, ‘‘২০২০-র অলিম্পিক্সের পরে আর পারব কি না জানি না। আর একটা অলিম্পিক্সে অংশ নেওয়াই এখন আমার লক্ষ্য।’’

তবে একটা আফসোস রয়েই গিয়েছে হরিয়ানা পুলিশের এই সাব ইন্সপেক্টরের। সীমা বলেন, ‘‘অলিম্পিক্সের ফাইনাল রাউন্ডে উঠতে না পারার দুঃখ রয়েই গিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন