ঋষভকে দিয়ে ওপেন করাক ভারত, চান ওয়ার্ন

বুধবার একটি টিভি চ্যানেলে ওয়ার্ন বলেছেন, ‘‘ঋষভের দলে সুযোগ পাওয়া উচিত কি না, এই নিয়ে অনেক আলোচনা চলছে। আমার মনে হয়, ঋষভ এবং ধোনি— দু’জনেই দলে থাকতে পারে। ঋষভ তো বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারে। রোহিত শর্মার সঙ্গে ঋষভকে দিয়ে ইনিংস ওপেন করানোও যেতে পারে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৭
Share:

পরামর্শ: ‘ওপেনার’ ঋষভকে এক্স ফ্যাক্টর বলছেন ওয়ার্ন। ফাইল চিত্র

বিশ্বকাপে ঋষভ পন্থকে দলে রাখা উচিত কি না, এই নিয়ে অনেক বিশেষজ্ঞই নিজের মতামত জানিয়েছেন। সেই তালিকায় এ বার জুড়ে গেল স্বয়ং শেন ওয়ার্নের নাম। ওয়ার্ন শুধু পন্থকে দলে নেওয়ার কথাই বলেননি, এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত, সেটাও বলে দিয়েছেন।

Advertisement

বুধবার একটি টিভি চ্যানেলে ওয়ার্ন বলেছেন, ‘‘ঋষভের দলে সুযোগ পাওয়া উচিত কি না, এই নিয়ে অনেক আলোচনা চলছে। আমার মনে হয়, ঋষভ এবং ধোনি— দু’জনেই দলে থাকতে পারে। ঋষভ তো বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারে। রোহিত শর্মার সঙ্গে ঋষভকে দিয়ে ইনিংস ওপেন করানোও যেতে পারে।’’ ওয়ার্ন মনে করেন, শিখর ধওয়ন থাকা সত্ত্বেও ভারতের উচিত ঋষভকে ওপেনার হিসেবে কাজে লাগানো। ‘‘আমি জানি, ধওয়ন ছন্দে আছে। কিন্তু রোহিত-ঋষভ যদি ইনিংস ওপেন করে, তা হলে সেটা দারুণ ব্যাপার হবে। মাঝে মাঝে এমন কৌশল নিতে হয় যাতে বিপক্ষ চমকে যায়। ঋষভ ওপেন করলে সেটা ভারতের কাছে একটা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে।’’

ওয়ার্ন চান, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেই ঋষভকে দিয়ে ইনিংস ওপেন করানো হোক। কিংবদন্তি এই প্রাক্তন লেগস্পিনারের মন্তব্য, ‘‘গোটা দুয়েক ম্যাচে ঋষভকে দিয়ে ইনিংস ওপেন করিয়ে দেখা যেতেই পারে। অস্ট্রেলিয়া আসছে। ওদের বিরুদ্ধেই পরীক্ষাটা করে দেখতে পারে ভারত। তা হলে বিশ্বকাপ শুরুর আগে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে।’’ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সিরিজে দু’টি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ওয়ার্ন আরও বলেছেন, ‘‘ক্রিকেটে এই আধিপত্যটা ভারত অনেক দিন ধরে রাখতে পারে। কিন্তু তার জন্য কয়েকটা শর্ত মানতে হবে। যেমন ক্রিকেটের সর্বোচ্চ ফর্ম্যাট, অর্থাৎ টেস্টে খেলার খিদেটা ধরে রাখতে হবে। সেখানে সাফল্য পাওয়াটাকে পাখির চোখ

Advertisement

করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement