অনূর্ধ্ব-১৬ এএফসি কোয়ালিফায়ার্স

চূর্ণ বাহরিন, মূল পর্বের পথে খুদেরা

তাসখন্দে অপ্রতিরোধ্য অনূর্ধ্ব-১৬ ভারতীয় দল বাহরিনকে গোলের বন্যায় ভাসিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগোল ভারতের খুদেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৮
Share:

উচ্ছ্বাস: গোল করার পরে শুভকে অভিনন্দন হিমাংশুর। এআইএফএফ

ভারত ৫

Advertisement

বাহরিন ০

এগারো দিন আগের ঘটনা। দোহায় ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কাতারকে আটকে ইতিহাস সৃষ্টি করেছিলেন গুরপ্রীত সিংহ সাঁধুরা। শুক্রবার ছোটরাও বার্তা স্পষ্ট করে দিল, তারাও কম যায় না।

Advertisement

তাসখন্দে অপ্রতিরোধ্য অনূর্ধ্ব-১৬ ভারতীয় দল বাহরিনকে গোলের বন্যায় ভাসিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগোল ভারতের খুদেরা। তুর্কমেনিস্তানকে পাঁচ গোলে বিধ্বস্ত করে এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করেছিল ভারতীয় দল। শুক্রবার বাহরিনের বিরুদ্ধেও সেই ছন্দ ধরে রাখল অনীশ মজুমদার, শুভ পালেরা। ম্যাচের চার মিনিটে সিদ্ধার্থ নওমেইকাপামের গোলে এগিয়ে যায় ভারতীয় দল। ২৫ মিনিটে দ্বিতীয় গোল করে প্রীতম মিতেই। তিন মিনিটের মধ্যে ফের গোল করে সিদ্ধার্থ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ভারতের হয়ে চতুর্থ গোল করে বাংলার শুভ। চার গোল খাওয়ার ধাক্কা কাটিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাহরিন। ৭৫ মিনিটে ফের গোল করেন শুভ। এই নিয়ে টানা ১৩ ম্যাচ জিতল অনূর্ধ্ব-১৬ দল।

বাহরিনকে হারিয়ে দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা উজ়বেকিস্তানেরও দুই ম্যাচে ছয় পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় এক নম্বরে অনীশেরা। দু’ম্যাচে দশ গোল করেছে ভারত। একটিও গোল খায়নি। উজ়বেকিস্তান দু’ম্যাচে করেছে ছ’টি গোল। খেয়েছে তিনটি গোল। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচে উজ়বেকিস্তানের বিরুদ্ধে ড্র করলেই মূল পর্বে পৌঁছে যাবে ভারত। তবে হারলেও সুযোগ থাকবে। কারণ, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যোগ্যতা অর্জন পর্বের এগারোটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর বাহরিনে মূল পর্বে খেলবে। পাঁচটি দ্বিতীয় সেরা দলও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন