কোহালিদের লড়াইয়ে ফেরানোর চেষ্টায় অন্য শ্রীরাম

বেঙ্গালুরুর পিচ শক্ত হবে, ঘূর্ণি হবে না

এক শ্রীরাম অস্ট্রেলিয়াকে তাদের ভারত সফরের শুরুতেই এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। আর এক শ্রীরাম ভারতকে এই সিরিজে ফিরে আসার লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে এলেন।

Advertisement

রাজীব ঘোষ

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১০
Share:

ভারতকে হারানোর পরের দিন পুণের গল্ফ কোর্সে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ।-টুইটার

এক শ্রীরাম অস্ট্রেলিয়াকে তাদের ভারত সফরের শুরুতেই এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। আর এক শ্রীরাম ভারতকে এই সিরিজে ফিরে আসার লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে এলেন।

Advertisement

প্রথমজন অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরাম। অন্যজন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ কিউরেটর কে শ্রীরাম। যিনি ৪ মার্চ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের জন্য বাইশ গজের মঞ্চ সাজানোর দায়িত্বে রয়েছেন।

পুণের ঘূর্ণি উইকেটে ভারতীয় দলের ভরাডুবির পরে এ বার বেঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে দেশের ক্রিকেট মহলে শুরু হয়েছে জোরদার জল্পনা। যার উত্তর রয়েছে এই শ্রীরামের কাছে। রবিবার বেঙ্গালুরু থেকে ফোনে চিন্নাস্বামীর পিচ প্রস্তুতকারক বললেন, ‘‘বেঙ্গালুরুর উইকেটে যেমন হয়, তেমনই হবে। হার্ড, বাউন্সে ভরা। পুণের মতো তিন দিনে টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচ দিনের খেলার কথা ভেবেই করা হচ্ছে এই উইকেট।’’

Advertisement

পুণে টেস্ট শুরুর আগে সেখানকার স্থানীয় পিচ প্রস্তুতকারক পাণ্ডুরঙ্গ সালগাওকরও কিন্তু একই কথা বলেছিলেন। তার পরে সেখানে বোর্ডের দুই কিউরেটর গিয়ে সব কিছু পাল্টে দেন বলে অভিযোগ উঠেছিল। যার ফল, পৌনে তিন দিনে ভারতের চরম বিপর্যয়। এ বার তা হবে না বলেই জানাচ্ছেন বেঙ্গালুরুর শ্রীরাম।

ও দিকে এই কথা শুনে পুণের পিচ প্রস্তুতকারকের মন্তব্য, ‘‘আামাদের ছেলেরা স্পোর্টিং উইকেটেই ভাল খেলবে। তাই ওদের স্পোর্টিং উইকেটই দেওয়া উচিত। এই দলকে আর কখনও যেন টার্নিং উইকেট দেওয়ার ভুল না করা হয়। রাতারাতি টার্নিং উইকেট বানিয়ে দিয়ে কী হল দেখলেন তো। আর বেঙ্গালুরুর পিচকেও যদি এ ভাবে টার্নার বানাতে যাওয়া হয়, তা হলে ফের ধাক্কা খেতে হবে।’’

খবর পাওয়া গেল বোর্ডের চিফ কিউরেটর দলজিৎ সিংহ বেঙ্গালুরুতেও চলে গিয়েছেন। এখানেও তাঁর জাদু চলবে না তো পিচের উপর? জিজ্ঞেস করতেই দলজিৎ প্রায় ঝাঁঝিয়ে উঠে বলেন, ‘‘খারাপ খেলল আমাদের ক্রিকেটাররা আর দোষ হয়ে গেল আমার? আমিই যেন পিচের সর্বনাশ করে দিয়েছি। পুণের উইকেট যদি খুব খারাপই হয়, তা হলে একটা দল রীতিমতো দাপট দেখিয়ে জিতল কী করে?’’

কিন্তু বেঙ্গালুরুতে ভাল উইকেট দেখতে পাওয়া যাবে কি? শ্রীরাম বলেন, ‘‘এখানে কোনও দিনই খারাপ উইকেট হয়নি। এ বারও হবে না। কোনও দল জঘন্য পারফরম্যান্স না করলে খেলা পাঁচ দিন গড়াবে।’’

অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান অবশ্য বেঙ্গালুরুর উইকেট নিয়ে দুশ্চিন্তায় নেই বলে জানিয়ে দিয়েছেন। প্রথম টেস্টে দাপুটে জয়ের পরে নিজের দেশের সাংবাদিকদের তিনি বলেন, ‘‘পরের টেস্টে আমাদের কেমন উইকেট দেওয়া হবে, তা নিয়ে ভাবছি না। এমন ঘূর্ণি উইকেটে যদি আমরা ভারতকে হারাতে পারি, তা হলে অন্য যে কোনও উইকেটেই পারব। বেঙ্গালুরুর উইকেট সাধারণত যেমন হয়, তা যদি থাকে, তা হলে আমাদের ব্যাটসম্যান আর পেসাররা ম্যাচ জেতাবে।’’

পিচ যাই হোক না কেন, উদ্যাননগরীতে কিন্তু আরও একটা কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে ভারতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন