লঙ্কা জয় করেই ফাইনাল দেখছে ভারতের যুব দল

এখনও যুব বিশ্বকাপের একটি ম্যাচও হারেনি ভারত। মঙ্গলবার সেমিফাইনালে নামার আগে এই তথ্যই তাতাচ্ছে পুরো ভারতীয় দলকে। সামনে শক্তিশালী শ্রীলঙ্কা দল। মঙ্গলবার মীরপুরের শের এ বাংলা স্টেডিয়ামে নামার আগে মানসিকভাবে তৈরি তিনবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৩
Share:

এখনও যুব বিশ্বকাপের একটি ম্যাচও হারেনি ভারত। মঙ্গলবার সেমিফাইনালে নামার আগে এই তথ্যই তাতাচ্ছে পুরো ভারতীয় দলকে। সামনে শক্তিশালী শ্রীলঙ্কা দল। মঙ্গলবার মীরপুরের শের এ বাংলা স্টেডিয়ামে নামার আগে মানসিকভাবে তৈরি তিনবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল, আধিপত্য নিয়েই জিতেছেন ইশান কিষানরা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নেপালকে হারিয়ে গ্রুপের শীর্ষেই শেষ করেছিল দল। কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার মতো কম শক্তিশালী দলকে ১৯৭ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে এবার কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতের যুব দল।

Advertisement

ভারতীয় দলকে ভরসা দিচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। ঋষভ পন্থ ও সরফরাজ খানের ব্যাটিং এতদিনে সাড়া ফেলে দিয়েছে। ব্যাট হাতে ঋষভ রেকর্ড ছুঁয়েছেন দ্রুততম হাফ সে়ঞ্চুরির। এখনও পর্যন্ত যুব বিশ্বকাপে ২৫২ রান করে ফেলেছেন তিনি। তাঁর পিছনেই ২৪৫ রান করে রয়েছেন ভারতেরই সরফরাজ খান। এই দু’জনই ভরসা দিচ্ছেন ভারতের ব্যাটিংকে। শেষ ম্যাচে ৯৬ বলে ঋষভের ১১১ রানের ইনিংসই জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। আর সরফরাজের আছে ধারাবাহিকতা। চার ম্যাচে তিনটি হাফ সে়ঞ্চুরি করে ফেলেছেন তিনি। শেষ মুহূর্তে ভারতকে ব্যাট হাতে ভরসা দেওয়ার জন্য প্রস্তুত আরমান জাফর ও মাহিপাল লোমরোর।

Advertisement

শুধু ব্যাটিং নয় বোলিংয়েও ভারত দারুণভাবে সফল। টুর্নামেন্টে এখনও ন’টি উইকেট নিয়ে সেরা আবেশ খানই। তাঁর পিছনেই সাতটি করে উইকেট নিয়ে রয়েছেন মাহিপাল ও মায়াঙ্ক দাগার। অন্যদিকে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে পাকিস্তানের পেছনে দ্বিতীয় স্থানে শেষ করলেও কোয়ার্টার ফাইনালে একাধিপত্য নিয়ে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে। তার আগে গ্রুপে কানাডা ও আফগানিস্তানকে হারিয়ে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার ব্যাটিংও ভারতের বোলারদের বেগ দিতে পারে। চরিথ আসালাঙ্কা (১৯৪) ও আভিস্কা ফার্নান্দো (১৪৩)রয়েছেন রানের মধ্যেই। মঙ্গলবার এরাই ভরসা শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। শ্রীলঙ্কার বোলিং যে ভারতীয় ব্যাটিংকে বেগ দেবে সেটা বলাই বাহুল্য। হাসারঙ্গা, ডামিথা সিলভারার স্পিনের আঘাতে ধরাশায়ী হয়েছেন অনেকেই। এবার তাঁরা ভারত বধ করতে চাইলেও পাল্টা দিতে তৈরি টিম ইশান কিষান।

আরও খবর

যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন