প্রয়াত রাজেশ সবন্ত।
রহস্যজনক ভাবে মৃত্যু ঘটল ভারতীয় যুব দলের ট্রেনার রাজেশ সবন্তের। মুম্বইয়ের টিম হোটেলে, ঘুমের মধ্যে।
পুলিশের অনুমান, ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ঘটেছে চল্লিশ বছরের ভারতীয় ট্রেনারের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু নিশ্চিত ভাবে বলতে রাজি নয় পুলিশ। সোমবার থেকে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশের সঙ্গে সিরিজ শুরু হচ্ছে ভারত অনূর্ধ্ব উনিশের। রবিবার টিমের প্র্যাকটিসও ছিল। সেখানে গিয়ে টিম আবিষ্কার করে যে, রাজেশ টিমের সঙ্গে নেই। খোঁজখবর শুরু হয়ে যায়। শেষে ভারতের সাপোর্ট স্টাফ টিমের কয়েক জন হোটেলে ফিরে যান। রাজেশের ঘরে গিয়ে তাঁরা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ নয়, খোলা। এবং আবিষ্কার করেন অচৈতন্য হয়ে পড়ে আছেন রাজেশ।
সঙ্গে সঙ্গে মেরিন ড্রাইভ থানার পুলিশকে জানানো হয়। দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে লাভ হয়নি। হাসপাতালে মৃত ঘোষণা করা হয় রাজেশকে।
সম্প্রতি ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের ট্রেনার হিসেবে কাজ করেছেন রাজেশ। জানুয়ারির শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা ভারত ‘এ’ টিমের ট্রেনারও তিনি ছিলেন। কাজ করেছেন আফগানিস্তানের কোচিং স্টাফ হিসেবেও। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বোর্ড। বোর্ড সিইও রাহুল জোহরি টুইট করেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। খুব দুর্ভাগ্যজনক ঘটনা।’ পার্থিব পটেল টুইট করেন, ‘বন্ধু রাজেশ সবন্তকে মিস করব। ওর পরিবারের প্রতি সমবেদনা থাকল।’