BCCI

মোহালি-নয়াদিল্লি থেকে সরছে না ওয়ানডে, জানিয়ে দিল বিসিসিআই

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচ ১০ মার্চ মোহালিতে হওয়ার কথা। সিরিজের পঞ্চম ম্যাচ ১৩ মার্চ রাজধানীর ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা। উত্তর ভারতের উত্তপ্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এই দুই ম্যাচকে অন্যত্র আয়োজনের কথা ভাবা হচ্ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৫:৩২
Share:

কোহালি না ফিঞ্চ, কার হাতে উঠবে সিরিজ জয়ের ট্রফি। ছবি টুইটারের সৌজন্যে।

পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান সীমান্তে এখন উত্তেজনা। এই আবহেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ দুই ম্যাচ মোহালি ও নয়াদিল্লি থেকে সরানো হবে কিনা, তা নিয়ে চলছিল চর্চা। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কার্যকরী প্রেসিডেন্ট সিকে খান্না জানিয়ে দিলেন যে ম্যাচ সরছে না।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচ ১০ মার্চ মোহালিতে হওয়ার কথা। সিরিজের পঞ্চম ম্যাচ ১৩ মার্চ রাজধানীর ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা। বিসিসিআইয়ের একাংশ ভাবছিল উত্তর ভারতের উত্তপ্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এই দুই ম্যাচকে অন্যত্র আয়োজনের কথা। যা খবর, তাতে দুটো ম্যাচই সৌরাষ্ট্রে করার কথা ভাবা হয়েছিল।

কিন্তু বোর্ডের কার্যকরী প্রেসিডেন্ট সিকে খান্না সাফ বলেছেন, “নির্ধারিত ভেন্যু থেকে ম্যাচ সরানোর আদতে কোনও পরিকল্পনাই ছিল না। সূচি অনুসারে মোহালি ও নয়াদিল্লিতেই হবে শেষ দুই ওয়ানডে। বিকল্প ভেন্যু তৈরি রাখতেই হয় বোর্ডকে। যদি কোনও ভেন্যু ম্যাচ আয়োজনে অক্ষমতা জানায়, তার জন্য। সৌরাষ্ট্র তৈরি ছিলও। কিন্তু ওদের আয়োজন করতে হচ্ছে না।”

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে এগুলো জানেন

আরও পড়ুন: ‘ধোনির উপস্থিতি অধিনায়ক কোহালির কাছে আশীর্বাদের মতো’​

আরও পড়ুন: আর ৯২ রান! তা হলেই নয়া কীর্তি হবে ধোনির​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন