Rohit Sharma

রোহিত শর্মার কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেল

মঙ্গলবার ভোরে দুবাই হয়ে সিডনি উড়ে যান রোহিত। তিনি ইনস্টাগ্রামে প্রথমে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে বিমানের ভেতরে তিনি বসে রয়েছেন এবং ভক্তদের উদ্দেশে থামস আপ দেখাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৯:২৩
Share:

অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেন রোহিত শর্মা। আর পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁর কোয়ারেন্টিন পর্বও শুরু হয়ে গেল।

Advertisement

মঙ্গলবার ভোরে দুবাই হয়ে সিডনি উড়ে যান রোহিত। তিনি ইনস্টাগ্রামে প্রথমে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে বিমানের ভেতরে তিনি বসে রয়েছেন এবং ভক্তদের উদ্দেশে থামস আপ দেখাচ্ছেন।

দ্বিতীয় ছবিটি সিডনির হোটেলে। সেখানে দেখা যাচ্ছে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি বাইরের দিকে তাকিয়ে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন: পৃথ্বী, ময়াঙ্ককে এক হাত নিলেন গাওস্কর

আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। ফাইনালে খেললেও ভারতীয় দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর চোটের চিকিৎসা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, কোয়ারেন্টিন পর্ব শেষ করার পর রোহিতের আরও একদফা পরীক্ষা হবে। তারপরেই জানা যাবে তিনি শেষ দুটি টেস্টে খেলতে পারবেন কিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement