india

একের পর এক হার, অধিনায়ক কোহালি হারলেন টানা চারটি টেস্ট ম্যাচ

অধিনায়ক বিরাটের সময় মোটেই ভাল যাচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৬
Share:

'কিং কোহালি'র নেতৃত্বে লাগাতার চার টেস্ট হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ছবি - পিটিআই

বিরাট কোহালির নেতৃত্বে পরপর চারটি টেস্টে হারতে হল ভারতীয় দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। গত বছর ফেব্রুয়ারি মাসে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বিরাটকে। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে হারতে হয় ভারতকে। এরপর চেন্নাই ম্যাচেও হারতে হল তাঁদের।

Advertisement

শেষ ১০ বছরে ঘরের মাঠে চতুর্থ টেস্ট হারল ভারত। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। বিরাটের অধিনায়কত্বে দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট ম্যাচ হারতে হল ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে তাঁদের।

সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ইংল্যান্ড। ৪৪২ পয়েন্ট এবং ৭০.২ শতাংশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের ওপরে তারা। ম্যাচ হেরে ভারতের এখন ৬৮.৩ শতাংশ পয়েন্ট। ৪৩০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে নেমে এলেন বিরাটরা। ফাইনালে যেতে হলে এই সিরিজে বিরাটদের পক্ষে ফল হতে হবে ২-১ বা ৩-১। ফাইনালে যাওয়ার পথ দেখতে শুরু করলেন রুটরা। ভারতের বিরুদ্ধে তাঁদের পক্ষে ফল হতে হবে ৩-১, ৩-০ বা ৪-০।

Advertisement

ইতিমধ্যেই নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছে গেছে। বিদেশের মাটিতে পরপর ৬টি টেস্ট জিতে নিল জো রুটের ইংল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন