sourav ganguly

ইংল্যান্ড সিরিজে কোহালিরা খেলতে পারেন ৫০ শতাংশ দর্শকের সামনে, ভাবনা সৌরভের বোর্ডের

যেহেতু ভারতের অস্ট্রেলিয়া সফরে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তাই এ ব্যাপারে কথা বলা হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২০:৩৭
Share:

কোহালিদের কি এবার দর্শকদের সামনে খেলতে দেখা যাবে? ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টেই অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার অনুমতি দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক সূত্রের তরফে এমনটাই জানা গিয়েছে। যেহেতু ভারতের অস্ট্রেলিয়া সফরে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তাই এ ব্যাপারে কথা বলা হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও।

Advertisement

দেশে এই মুহূর্তে ক্রিকেট, ফুটবল মিলিয়ে একাধিক টুর্নামেন্ট চললেও কোথাও দর্শকদের প্রবেশের অনুমতি নেই। ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আইএসএলও একই ভাবে শুধু গোয়ায় আয়োজন করা হচ্ছে। কিন্তু অনুমতি মিললে বাকি খেলাগুলিতেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে।

ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট চেন্নাইয়ে, বাকি দুটি আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে হওয়ার কথা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “এখনও পর্যন্ত চারটে ম্যাচে ৫০ শতাংশ করে দর্শক ঢুকতে দেওয়ার ভাবনা রয়েছে। দুটি রাজ্য সংস্থার সঙ্গেই কথা বলছে বোর্ড। রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও কথা চলছে।”

Advertisement

জানা গিয়েছে, প্রতিদিনের কোভিড আক্রান্তের সংখ্যা দেখা হবে। যদি কোনও ভাবে ম্যাচের আগে বা মাঝখানে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ে, তৎক্ষণাৎ পরিকল্পনা বদল করা হবে। তবে ওই বোর্ড কর্তার আশা, “সমস্ত সুরক্ষা মেনে যদি ৫০ শতাংশ দর্শক আনা যায়, তাহলে আইপিএল নিয়েও আশাবাদী হতে পারি আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন