জিতে উঠে বোলারদের প্রশংসা রোহিতের মুখে

খুব সহজেই নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে-তে হারালেও সন্তুষ্ট হতে পারছেন না বিরাট কোহালি। শনিবার মাউন্ট মাউনগানুইয়ে ৯০ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পরে ভারত অধিনায়ক বলেছেন, বিশ্বকাপের আগে কয়েকটা ব্যাপারের ওপর জোর দিতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০২:১৭
Share:

আগ্রাসী: ৯৬ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা রোহিত। ফাইল চিত্র

খুব সহজেই নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে-তে হারালেও সন্তুষ্ট হতে পারছেন না বিরাট কোহালি। শনিবার মাউন্ট মাউনগানুইয়ে ৯০ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পরে ভারত অধিনায়ক বলেছেন, বিশ্বকাপের আগে কয়েকটা ব্যাপারের ওপর জোর দিতে হবে।

Advertisement

দ্বিতীয় ওয়ান ডে-তে প্রথমে ব্যাট করে ভারতীয় ব্যাটসম্যানরা তোলেন চার উইকেটে ৩২৪। দুই ওপেনার রোহিত শর্মা (৮৭) এবং শিখর ধওয়ন (৬৬) বড় রানের জুটি তৈরি করার পরে সেই মঞ্চে দাঁড়িয়ে ভারতকে তিনশো রান পার করিয়ে দেন কোহালি (৪৩), অম্বাতি রায়ডু (৪৭), মহেন্দ্র সিংহ ধোনি (৪৮ ন.আ.)। এর পরে কুলদীপ যাদব (৪-৪৫) এবং যুজবেন্দ্র চহাল (২-৫২) মিলে নিউজিল্যান্ডকে শেষ করে দেন ২৩৪ রানে। ম্যাচের সেরা রোহিত বলেছেন, ‘‘আমরা প্রথমে বুঝিনি, এই পিচটাতে কত রান করা দরকার। মনে হচ্ছিল, ৩২৪ রানটা এই পিচে সে রকম বড় স্কোর নয়। কিন্তু বোলাররা দারুণ বল করল।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘শিখরের (ধওয়ন) সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভাল। ওর সঙ্গে ব্যাট করাটা দারুণ উপভোগ করি।’’

কোহালিও মনে করছেন, রানটা একটু কম হয়ে গিয়েছিল। তিনি বলছেন, ‘‘আমাদের আরও ১৫-২০ রান তোলা উচিত ছিল। আমি ঠিক করেছিলাম, ৩৪ থেকে ৪০ ওভারের মধ্যে মারতে শুরু করব। যাতে আমরা সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছতে পারি। কিন্তু আমি আউট হয়ে যাওয়ার পরে নতুন ব্যাটসম্যান এসে একটু সময় নিয়ে নিচ্ছে। বিশ্বকাপের আগে এই ব্যাপারগুলো দেখে নিতে হবে।’’

Advertisement

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের মানসিকতাও কী হওয়া উচিত, তা জানিয়েছেন কোহালি। বলেছেন, ‘‘১০ ওভারে ৪০ রান দিয়ে কোনও উইকেট না নেওয়ার চাইতে ১০ ওভারে ৬০ রান দিয়ে তিন উইকেট নেব, এটাই আমাদের বোলারদের মানসিকতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন