India vs Sri Lanka

১৪১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

দুর্দান্ত রোহিত শর্মা। রোহিতের অপরাজিত ২০৮ রানে শ্রীলঙ্কার সামনে ৩৯৩ রানে টার্গেট রাখল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১১:১৫
Share:

থিরিমানেকে আউট করে ভারতের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

শেষ হল মোহালিতে দ্বিতীয় এক দিনের ম্যাচ। ধর্মশালায় হারের বদলা বেশ ভালভাবেই নিল ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ১৪১ রানে। এ দিন ভারতের হয়ে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। অন্যদিকে, শ্রীলঙ্কার হয়ে লড়াই চালান অ্যাঞ্জেলো ম্যাথুজ। করেন অপরাজিত ১১১ রান। তবে, ম্যাথুজ লড়াই চালালেও শ্রীলঙ্কার কোনও ক্রিকেটারই এ দিন ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।

Advertisement

• ৫০ ওভারে শ্রীলঙ্কা ২৫১/৮।

• শতরান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

Advertisement

• ৪৪ ওভারে শ্রীলঙ্কা ২২১/৮।

• উইকেট হারাল শ্রীলঙ্কা। আউট হলেন আকিলা ধনঞ্জয়।

• ২০০ রানের গণ্ডি টপকাল শ্রীলঙ্কা।

• ৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৮৩/৭।

• শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। আউট হলেন সচিত পাথিরানা।

• ৩২ ওভারে শ্রীলঙ্কা ১৭০/৬।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। ৫ রানে আউট থিসারা পেরেরা।

• আউট হলে আসেলা গুণরত্নে।

• ২৫ ওভারে ভারত ১২৫/৪।

• চাহালের বলে প্যাভিলিয়নে ফিরলেন নিরোশন ডিকবেলা(২২)।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ২০ ওভারে শ্রীলঙ্কা ১০১/৩।

• ১০০ রানের গণ্ডি টপকাল শ্রীলঙ্কা।

• ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন লাহিরু থিরিমানে(২১)।

• শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন।

• ১২ ওভারে ভারত ৫৩/২।

• আউট হলেন ধনুস্কা গুণতিলকা। বুমরার বলে প্যাভিলিয়নে ফিরলেন গুণতিলকা।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৪ ওভারে ভারত ১৬/১।

• আউট হলেন উপুল থরঙ্গা।

• ভারতের ৩৯২ রানের জবাবে শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা

• ৫০ ওভারে ভারত ৩৯২/৪।

• আউট হার্দিক পাণ্ড্য।

• তৃতীয় দ্বিশতরান করলেন রোহিত শর্মা।

• অনবদ্য রোহিত, দ্বিশতরান করলেন রোহিত শর্মা।

• ২০০ রানের লক্ষ্যে রোহিত।

• ৪৮ ওভারে ভারত ৩৬০/৩।

• আউট হলেন মহেন্দ্র সিংহ ধোনি।

• ৪৬ ওভারে ভারত ৩২৯/২।

• ৮৮ রানে আউট শ্রেয়স আইয়ার।

• দ্বিতীয় উইকেটের পতন।

• ৪৫ ওভারে ভারত ৩২১/১।

• ৩০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ৪০ ওভারে ভারত ২৪৫/১।

• শতরান করলেন রোহিত শর্মা।

• ৩৫ ওভারে ভারত ২০৪/১।

• ২০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ৩৪ ওভারে ভারত ১৯৯/১।

• ২৩ ওভারে ভারত ১২১/১।

• প্রথম উইকেট হারাল ভারত। আইট হলেন শিখর ধবন।

• ২০ ওভারে ভারত ১০৮/০।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১৬ ওভারে ভারত ৮৪/০।

• অর্ধশতরান করলেন শিখর ধবন।

• ৮ ওভারে ভারত ৩০/০

• ৬ ওভারে ভারত ২৬/০।

•২ ওভারে ভারত ৬/০।

• ১ ওভারে ভারত ০/০।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর কেমন যেন পাল্টে গিয়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের পরিবেশ। একটা অদ্ভুত চাপ যেন রোহিত শর্মা-ভুবনেশ্বর কুমারদের শরীরী ভাষায় স্পষ্ট। আর এই চাপকে সঙ্গী করেই বুধবার মোহালিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে নামছে ভারত। দলে একটি পরিবর্তনও এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: রোহিতের দ্বিশতরান, দেখে নিন ইনিংসের কিছু খুঁটিনাটি

আরও পড়ুন: স্ত্রীকে জোড়া সেঞ্চুরি উপহার রোহিতের

ভারত: রোহিত শর্মা, শিখর ধবন, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, মণীশ পাণ্ডে, এমএস ধোনি, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা: ধনুস্কা গুণতিলকা, উপুল থরঙ্গা, লাহিরু থিরিমানে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশন ডিকবেলা, আসেলা গুণরত্নে, থিসারা পেরেরা, সচিত পাথিরানা, সুরঙ্গ লকমল, আকিলা ধনঞ্জয়, নুয়ান প্রদীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন