India vs Sri Lanka

পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কাকে ফলো অন করাল ভারত

দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল ভারত। বিশ্ব ফার্নান্ডোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ঋদ্ধিমান সাহা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১১:০৭
Share:

সেঞ্চুরির পর হার্দিক পাণ্ড্য ।ছবি: এএফপি।

শেষ হল পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দিনের শেষে শ্রীলঙ্কার রান ১৯/১(১৩)। দিনের শেষে শ্রীলঙ্কার হয়ে ১২ রানে অপরাজিত ওপেনার করুণারত্ন এবং শূন্য রানে অপরাজিত মালিন্দা পুস্পকুমারা।

Advertisement

• শ্রীলঙ্কা ১৯/১।

• দ্বিতীয় ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পরল শ্রীলঙ্কা। সাত রান করে আউট হলেন উপুল থরাঙ্গা।

Advertisement

আউট...

• দ্বিতীয় ইনিংসে মাঠে নামল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে ফলো অন করাল ভারত

• ১৩৫ রানে অল আউট শ্রীলঙ্কা। ভারতের হয়ে চারটি উইকেট নেন কুলদীপ যাদব।

• শেষ হল শ্রীলঙ্কার ইনিংস।

• শ্রীলঙ্কার নবম উইকেটের পতন।

• শ্রীলঙ্কা ১২৫/৮।

• আরও একটি উইকেটের পতন। কুলদীপ যাদবের বলে আউট হলেন মালিন্দ পুস্পকুমারা(১০)।

আউট...

• শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। আউট হলেন দীনেশ চান্ডিমল(৪৮)।

আউট...

• শ্রীলঙ্কা ১০৮/৬।

• শূন্য রান করে আউট ডিলরুওয়ানা পেরেরা।

আউট...

• আউট হলেন ডিকবেলা।

আউট...

• শ্রীলঙ্কা ৪৪/৪।

• আরও একটি উইকেটের পতন। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন অ্যাঞ্জেল ম্যাথুজ।

আউট...

• শ্রীলঙ্কা ৪২/৪

• রান আউট হলেন কুশল মেন্ডিস।

আউট...

• আরও একটি উইকেটের পতন। আউট হলেন করুণারত্ন(৪)।

আউট...

• ইনিংসের শুরুতেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। সামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন উপুল থরঙ্গা(৫)।

আউট...

• ২ ওভার শেষে শ্রীলঙ্কা ১৩/০।

• প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নামল শ্রীলঙ্কা।

• ৪৮৭ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।

• লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হলেন হার্দিক পাণ্ড্য(১০৮)।

আইট...

• লাঞ্চ শেষে শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।

লাঞ্চ ব্রেক

• ভারত ৪৮৭/৯।

• শতরান করলেন হার্দিক পাণ্ড্য।

• ভারত ৪৪৪/৯।

• ৮ রান করে আউট হলে মহম্মাদ সামি।

আউট...

• ভারত ৪১৮/৮।

• সান্দাকানের বলে ডিকবেলার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন কুলদীপ যাদব।

আউট...

• ভারতের রান ৪০০/৭।

• ৪০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১০২ ওভারে ভারতের রান ৩৭৪/৭।

৯৮ ওভারে ভারতের রান ৩৬০/৭।

• দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল ভারত। বিশ্ব ফার্নান্ডোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ঋদ্ধিমান সাহা।

দ্বিতীয় দিনের খেলা শুরু

পাল্লেকেলে টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩২৯/৬। ভারতের হয়ে দুরন্ত শুরু করেছিলেন ওপেনার শিখর ধবন(১১৯) এবং লোকেশ রাহুল(৮৫)। তবে শুরুটা ভাল হলেও পরের দিকে শ্রীলঙ্কান বোলারদের সামনে সেই চাপ বজায় রাখতে পারেনি ভারতীয় ব্রিগেড। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন মালিন্দা পুস্পকুমারা। এখন দেখার প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সামনে কত রানের লিড রাখতে পারে ভারত।

আরও পড়ুন: ভারত-পাক স্বাধীনতা দিবসের আগে শান্তির বার্তা আফ্রিদির

ধবন ঝড়ের পরে পাল্টা ধাক্কা লঙ্কার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন