ক্যারিবিয়ান ব্যাটিংকে শুরুতেই ধাক্কা শামির

আগের দিনই ৫৬৬-৮-এ ডিক্লেয়ার করে ভারত স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নিশ্চিত করে ফেলেছিল, এই টেস্টে তারা হারছে না। শনিবার প্রথম সেশনেই মহম্মদ শামি বুঝিয়ে দিলেন, তারা জয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ২৩:২৭
Share:

উইকেট নেওয়ার পর শামি

আগের দিনই ৫৬৬-৮-এ ডিক্লেয়ার করে ভারত স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নিশ্চিত করে ফেলেছিল, এই টেস্টে তারা হারছে না। শনিবার প্রথম সেশনেই মহম্মদ শামি বুঝিয়ে দিলেন, তারা জয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছেন।

Advertisement

প্রথম টেস্টে তৃতীয় দিনের লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ ৯০-৩। আগের দিন ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকাকে যে ভাবে ফিরিয়ে দিয়েছিলেন বাংলার শামি-ঋদ্ধিমান সাহা জুটি, শনিবারও একই ভাবে তাঁদের ‘পার্টনারশিপে’-ই ফিরে গেলেন ড্যারেন ব্র্যাভোও। স্কোরবোর্ডে দু’জনেরই নামের পাশে কট সাহা বোল্ড শামি।

এ দিন সকালে উইকেট থেকে ভাল বাউন্স আদায় করে নেন শামি। খাটো লেংথের একটা বলকে ব্র্যাভোর প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স করিয়ে তাঁকে বিপদে ফেলে দেন তিনি। দুটো ক্যাচই নিখুঁত ভাবে গ্লাভসবন্দি করে নেন ঋদ্ধিমান। লাঞ্চে সুনীল গাওস্কর ওই বলটারই কথা উল্লেখ করে বলেন, ‘‘ভারতীয় বোলারদের এখন সে রকমই লেংথে বল করতে হবে। যে রকম লেংথে বল করে শামি ব্র্যাভোকে ফেরাল।’’

Advertisement

যদিও ভিভিয়ান রিচার্ডস মনে করেন, ‘‘উইকেট ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে উঠছে। এই ব্যাপারটাকে কাজে লাগাতে না পারলে ওয়েস্ট ইন্ডিজের কপালে দুঃখ আছে। এ রকম উইকেটে নিখুঁত শট বাছাই ছাড়া বড় ইনিংস গড়ার কোনও উপায় নেই। তার জন্য সময় নিতে হবে। যত না বল মারতে হবে, তার চেয়ে বেশি ছাড়তে হবে। আমাদের ব্যাটসম্যানদের এখন সেই ধৈর্য্য দেখাতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement