যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

যুব বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রবিবার ইংল্যান্ডকে সহজেই হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ফার্নান্দো, মেন্ডিসরা। সোমবার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের প্রতিপক্ষও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৮
Share:

যুব বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রবিবার ইংল্যান্ডকে সহজেই হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ফার্নান্দো, মেন্ডিসরা। সোমবার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের প্রতিপক্ষও। সোমবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের জয়ী দলই খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

Advertisement

ইতিমধ্যে যুব বিশ্বকাপে এশিয়ার দাপট দেখে নিয়েছে বিশ্ব। সেমিফাইনালেও যে তিন দল এখনও পর্যন্ত পৌঁছেছে সেই তিন দলই এশিয়ার। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যদি পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারে তাহলেই অল-এশিয়া যুব বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে চলেছে বিশ্ব।

Advertisement

রবিবার ইংল্যান্ডকে দাঁড়াতেই দিল না শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের চার বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে মাত্র ১৮৪ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪২ টেলরের। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাকে যে সহজে নিলে চলবে না সেটা এদিনের খেলায় বুঝিয়ে দিয়েছে তারা। ভারতের জন্য সেমিফাইনালের লড়াইটা বেশ কঠিন।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই নক আউট রাউন্ডে পৌঁছেছিল ভারত ও বাংলাদেশ। শ্রীলঙ্কার পকেটে গ্রুপ পর্বে রয়েছে একটি হার দুটো জয়। পাকিস্তানও সব ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে একটি হার ও দুটো জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল।

আরও খবর

নামিবিয়াকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement