১০ মার্চ কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি

টি২০ বিশ্বকাপের ম্যাচের স্বাদ পাওয়ার আগেই তার ঝলক পেতে চলেছে কলকাতার ক্রিকেট ভক্তরা। আগামী ১০ মার্চ ইডেনে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে দু’দল। সকালে শহরে পৌঁছে গেলেও অনুশীলনে নামেনি কোনও দলই। টানা খেলা চলায় ক্লান্ত সকলেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ২১:২৩
Share:

টি২০ বিশ্বকাপের ম্যাচের স্বাদ পাওয়ার আগেই তার ঝলক পেতে চলেছে কলকাতার ক্রিকেট ভক্তরা। আগামী ১০ মার্চ ইডেনে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে দু’দল। সকালে শহরে পৌঁছে গেলেও অনুশীলনে নামেনি কোনও দলই। টানা খেলা চলায় ক্লান্ত সকলেই। মঙ্গলবার ইডেন গার্ডেনে অনুশীলন করবে দু’দল। তার আগে নিরাপত্তার কথা ভেবে ইডেনের ব্যবস্থা দেখে গিয়েছে কলকাতা পুলিশের প্রতিনিধি দল। সোমবার বিমান বন্দরে নামার পর থেকেই দু’দলের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পরার মতো।

Advertisement

প্রথম থেকেই যেভাবে ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রমশ জটিলতা তৈরি হচ্ছে সে কারণেই যেন নিরপত্তার বহর এত বেশি। মঙ্গলবারও দুই দলের অনুশীলনেও যে চিত্রটা বদলাবে না তা বলাই বাহুল্য। তার মধ্যেই বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দুই দল। ভারত টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলে ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে রয়েছে দ্বিতীয় স্থানে। এমন অবস্থায় ওয়ার্ম আপ ম্যাচেও দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়়াই। এর পর আরও একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ মার্চ। ওয়েস্ট ইন্ডিজের শিবির চলবে কলকাতায়। ১৩ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা ১৩ মার্চ।

৯ মার্চ কলকাতায় পৌঁছে যাচ্ছে পাকিস্তান। আফ্রিদিদেরও শিবির চলবে কলকাতায়। বাংলা দল ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ মার্চ ও ১৪ মার্চ দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে পাকিস্তান। এই চারটি প্র্যাকটিস ম্যাচ ছাড়়া মূল পর্বের চারটি ম্যাচ খেলা হবে ইডেনে। সঙ্গে ৩ এপ্রিলের ফাইনাল।

Advertisement

আরও খবর

সকালে শহরে পৌঁছে বিশ্রামে ক্লান্ত ধোনিরা

টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ শুরু করছে ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন