Sports News

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতবে ভারত: সৌরভ

 এই ভারতীয় দলের দায়িত্ব রয়েছে তাঁরই এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়ের উপর। বিশ্বকাপের শুরুতে দলের সঙ্গে নিউজিল্যান্ডেও ছিলেন সৌরভ। সামনে থেকেও দেখেছেন ছেলেদের খেলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৯:৪৩
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার ব্যাপারে নিশ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই সে কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভের বিশ্বাস ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে ভারত।

Advertisement

মঙ্গলবারই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে সৌরভ। শনিবার ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সৌরভ বলেন, ‘‘ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতবে। শুভমান গিল, কমলেশ নাগারকোটি। শিভম মাভি, ঈশান পোড়েলরা অসাধারণ প্রতিভা।’’

এই ভারতীয় দলের দায়িত্ব রয়েছে তাঁরই এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়ের উপর। বিশ্বকাপের শুরুতে দলের সঙ্গে নিউজিল্যান্ডেও ছিলেন সৌরভ। সামনে থেকেও দেখেছেন ছেলেদের খেলা।

Advertisement

আরও পড়ুন
‘পাকিস্তানেরও একজন দ্রাবিড় চাই’

সৌরভ বলেন, ‘‘ভারতের ক্রিকেট সিস্টেম খুব ভাল। যেখানে একটা পরিকল্পনা থাকে। পরিকল্পনা ছাড়া ক্রিকেটার তৈরি করা যায় না। এই প্লেয়াররা ভারতীয় ক্রিকেট স্ট্রাকচারের ফসল। আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা দল হবে ভারত।’’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছে পৃথ্বী শ-র ভারত। সৌরভ জানান, ‘‘ঈশান ভিশন ২০২০ থেকে উঠে আসা। বালি থেকে ও আমাদের এখানে অংশ নিয়েছিল। অনূর্ধ্ব-১৯ যে কোচবিহার ট্রফি আমরা জিতেছিলাম তাতেও ঈশানের বড় ভূমিকা ছিল।’’ শনিবার যে টেলিভিশনের সামনে বসে ভারতের জুনিয়রদের জন্য গলা ফাটাবেন সৌরভ তা নিয়ে কোনও সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন