একতায় বিদ্ধ ইংল্যান্ড

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ভারত ৫০ ওভারে ২০২ রান তোলে। ওপেনার জেমাইমা রদ্রিগেজ ৪৮ (৫৮ বল) এবং মিতালি রাজ ৪৪ (৭৪ বল) রান করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৯
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’তে অনায়াস জয় তুলে নিল ভারতীয় মহিলা দল।—ছবি পিটিআই।

ম্যাচের সেরা বাঁ হাতি স্পিনার একতা বিস্ত নিলেন চার উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’তে ৬৬ রানে অনায়াস জয় তুলে নিল ভারতীয় মহিলা দল।

Advertisement

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ভারত ৫০ ওভারে ২০২ রান তোলে। ওপেনার জেমাইমা রদ্রিগেজ ৪৮ (৫৮ বল) এবং মিতালি রাজ ৪৪ (৭৪ বল) রান করেন। তবে নিউজ়িল্যান্ড সফরে দারুণ ফর্মে থাকা স্মৃতি মন্ধানা এ দিন বড় রান করতে পারেননি। ৪২ বলে ২৪ রান করে তিনি ফেরেন। পরের দিকে বাংলার ঝুলন গোস্বামী ব্যাট হাতে ৩৭ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন। বল হাতেও ঝুলন এক উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিপাকে পড়ে যান ভারতীয় স্পিনারদের সামনে। একতা ছাড়াও শিখা পাণ্ডে (২-২১) এবং দীপ্তি শর্মা (২-৩৩) ইংল্যান্ড শিবিরে ভাঙন ধরিয়ে দেন। একটা সময় ১১৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপের মধ্যে পড়ে যায়। তারই মধ্যে অধিনায়ক হিদার নাইট ৩৯ রান করেন। এ ছাড়া নাতালি স্কিভার ৪৪ রান করেন। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। ৪১ ওভারেই মাত্র ১৩৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

Advertisement

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০২ (জেমাইমা ৪৮, মিতালি ৪৪, ঝুলন ৩০)। ইংল্যান্ড ১৩৬ (একতা ৪-২৫, শিখা ২-২১, দীপ্তি ২-৩৩)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন