অভিষেক ম্যাচেই দুরন্ত সাইনি, ৯৬ রান তুলতে গিয়ে নাজেহাল ভারত

নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে দল গড়ার রাস্তায় হাঁটতে চাইছেন কোহালি। যে রাস্তায় প্রথম এসেছে এই ওয়েস্ট ইন্ডিজ সফর। যে সফরের প্রথম ম্যাচেই অধিনায়কের ডাকে সাড়া দিলেন নবদীপ সাইনির মতো তরুণ ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০৩:৫২
Share:

উল্লাস: হেটমায়ারকে ফিরিয়ে শূন্যে লাফ সাইনির। —ছবি এপি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহালি বলেছিলেন, ‘‘দলের নতুন মুখদের সামনে এখন সুযোগ আছে নিজেদের প্রতিষ্ঠিত করার।’’

Advertisement

নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে দল গড়ার রাস্তায় হাঁটতে চাইছেন কোহালি। যে রাস্তায় প্রথম এসেছে এই ওয়েস্ট ইন্ডিজ সফর। যে সফরের প্রথম ম্যাচেই অধিনায়কের ডাকে সাড়া দিলেন নবদীপ সাইনির মতো তরুণ ক্রিকেটার। আবার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলেন ঋষভ পন্থের মতো প্রতিভা।

শনিবার, ফ্লরিডায় অভিষেক ম্যাচেই নজর কাড়লেন সাইনি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ১৭ রান দিয়ে তুলে নিলেন তিন উইকেট। যার মধ্যে নিকোলাস পুরান এবং শিমরন হেটমায়ারকে পরপর দু’বলে ফিরিয়ে দেন এই পেসার। এর পরে ইনিংসের শেষ ওভার বল করতে এসে কায়রন পোলার্ডের উইকেটও তুলে নেন সাইনি। ম্যাচের সেরা ক্রিকেটারও তিনি।

Advertisement

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই পেসার যদি দারুণ ভাবে সুযোগ কাজে লাগান, তা হলে শোচনীয় ভাবে ব্যর্থ হলেন ঋষভ। তাঁকে এই ম্যাচে চার নম্বরে নামানো হয়েছিল। কিন্তু প্রথম বলেই সুনীল নারাইনকে মিডউইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ঋষভ। প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না মণীশ পাণ্ডেও। মাত্র ৯৬ রানের লক্ষ্য থাকলেও ছয় উইকেট হারায় ভারত। এই রান তুলতে গিয়ে একটা সময় চাপেও পড়ে যায় কোহালির দল। এ দিন সুযোগ পাওয়া নতুন মুখদের মধ্যে সফল অবশ্যই বোলাররা। সাইনি তো আছেনই, চোট সারিয়ে ফেরা ওয়াশিংটন সুন্দরও খারাপ বল করেননি। এই অফস্পিনার তো বোলিং ওপেন করতে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন। আবার ছয় মেরে ম্যাচও জেতান ভারতকে। ম্যাচের পরে কোহালি বলেন, ‘‘উইকেটটা বেশ মন্থর ছিল। বোলাররাই শাসন করেছে।’’ আজ, দ্বিতীয় টি-টোয়েন্টি।

স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ৯৫-৯ (২০)
ভারত ৯৮-৬ (১৭.২)

ওয়েস্ট ইন্ডিজ
ক্যাম্পবেল ক ক্রুণাল বো সুন্দর ০•২
লিউইস বো ভুবনেশ্বর ০•৪
পুরান ক পন্থ বো সাইনি ২০•১৬
পোলার্ড এলবিডব্লিউ বো সাইনি ৪৯•৪৯
হেটমায়ার বো সাইনি ০•১
পাওয়েল ক পন্থ বো খলিল ৪•৫
ব্রাথওয়েট ক ও বো ক্রুণাল ৯•২৪
নারাইন ক খলিল বো জাডেজা ২•৪
পল ক কোহালি বো ভুবনেশ্বর ৩•১১
কটরেল ন.আ. ০•১
থমাস ন. আ. ০•৩
অতিরিক্ত ৮
মোট ৯৫-৯ (২০)
পতন: ১-০ (ক্যাম্পবেল, ০.২), ২-৮ (িলউইস, ১.৬), ৩-২৮ (পুরান, ৪.৪), ৪-২৮ (হেটমায়ার, ৪.৫), ৫-৩৩ (পাওয়েল, ৫.৬), ৬-৬৭ (ব্রাথওয়েট, ১৪.২), ৭-৭০ (নারাইন, ১৫.১), ৮-৮৮ (পল, ১৮.১), ৯-৯৫ (পোলার্ড, ১৯.৩)।
বোলিং: ওয়াশিংটন সুন্দর ২-০-১৮-১, ভুবনেশ্বর কুমার ৪-০-১৯-২, নবদীপ সাইনি ৪-১-১৭-৩, খলিল আহমেদ ২-০-৮-১, ক্রুণাল পাণ্ড্য ৪-১-২০-১, রবীন্দ্র জাডেজা ৪-১-১৩-১।

ভারত
রোহিত ক পোলার্ড বো নারাইন ২৪•২৫
ধওয়ন এলবিডব্লিউ বো কটরেল ১•৭
কোহালি ক পোলার্ড বো কটরেল ১৯•২৯
ঋষভ ক কটরেল বো নারাইন ০•১
মণীশ বো পল ১৯•১৪
ক্রুণাল বো পল ১২•১৪
জাডেজা ন. আ. ১০•৯
সুন্দর ন. আ. ৮•৫
অতিরিক্ত ৫
মোট ৯৮-৬ (১৭.২)
পতন: ১-৪ (ধওয়ন, ১.৬), ২-৩২ (রোহিত, ৬.৩), ৩-৩২ (ঋষভ, ৬.৪), ৪-৬৪ (মণীশ, ১১.৪) ৫-৬৯ (কোহালি, ১৩.৫), ৬-৮৮ (ক্রুণাল, ১৫.৬)।
বোলিং: ওশেন থমাস ৪-০-২৯-০, শেলডন কটরেল ৪-০-২০-২, সুনীল নারাইন ৪-০-১৪-২, কিমো পল ৩.২-০-২৩-২, কার্লোস ব্রাথওয়েট ২-০-১২-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন