ভারোত্তোলনে জোড়া পদক

যুব বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৫৬ কেজি বিভাগে জোড়া পদক জিতল ভারত। এই বিভাগে রুপো জেতেন জেরেমি লালরিনুঙ্গা (২৩৫ কেজি) এবং ব্রোঞ্জ মুথুপাণ্ডি রাজা (২৩৩ কেজি)।

Advertisement
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০৩:০৫
Share:

যুব বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৫৬ কেজি বিভাগে জোড়া পদক জিতল ভারত। এই বিভাগে রুপো জেতেন জেরেমি লালরিনুঙ্গা (২৩৫ কেজি) এবং ব্রোঞ্জ মুথুপাণ্ডি রাজা (২৩৩ কেজি)। মালয়েশিয়ার পেনাঙে আয়োজিত এই টুর্নামেন্টের ৪৮ কেজি বিভাগে ষষ্ঠ স্থানে ছিলেন মোহিনী চবন এবং নয়ে ঝিল্লি দলবেহেরা। ৪৪ কেজিতে ষষ্ঠ হয়েছেন শ্রাবণী দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement