বক্সিংয়ে সোনা

দোহার আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় উত্তর-পূর্বের মুখ উজ্জ্বল করলেন অসম ও মণিপুরের দুই বক্সার। অসমের শিব থাপা ৫৬ কিলোগ্রামে বিভাগে মিশরের এইচওয়াইএম আব্দেলালকে হারিয়ে সোনা জেতেন। অন্য দিকে মণিপুরের এল দেবেন্দ্র সিংহ ৪৯ কিলোগ্রাম বিভাগে ফিলিপিন্সের অ্যালড্রেন মোরেনোকে পরাজিত করে স্বর্ণপদক পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৪:২০
Share:

দোহার আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় উত্তর-পূর্বের মুখ উজ্জ্বল করলেন অসম ও মণিপুরের দুই বক্সার। অসমের শিব থাপা ৫৬ কিলোগ্রামে বিভাগে মিশরের এইচওয়াইএম আব্দেলালকে হারিয়ে সোনা জেতেন। অন্য দিকে মণিপুরের এল দেবেন্দ্র সিংহ ৪৯ কিলোগ্রাম বিভাগে ফিলিপিন্সের অ্যালড্রেন মোরেনোকে পরাজিত করে স্বর্ণপদক পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement